দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১২ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের শিবদা গ্রামে লক্ষ্মী প্রতিমার বিসর্জন ঘিরে সংঘর্ষে জড়ালো পাশাপাশি দুই পাড়ার লোকজন । সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে । এই ঘটনায় মহিলা ও পুরুষ মিলে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে । উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ ও র্যাফ বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে ।
জানা গেছে,প্রতি বছরের মত এবারেও শিবদা গ্রামের গোয়ালগোরে বাগদিপাড়া ও পশ্চিম বাগদিপাড়ায় সার্বজনীন লক্ষ্মীপূজোর আয়োজন করা হয়েছিল । মঙ্গলবার রাতে প্রতিমা বিসর্জন করা হয় । প্রতিমা বিসর্জনের জন্য শোভাযাত্রা বের করেছিল পশ্চিম বাগদিপাড়া । তখন গোয়ালগোরে বাগদিপাড়ার লোকজন তাদের মণ্ডপের সামনে বক্স বাজিয়ে নাচানাচি করছিল । পশ্চিম বাগদিপাড়ার শোভাযাত্রাটি গোয়ালগোরে বাগদিপাড়ায় এলে দু’পক্ষের মধ্যে ডিজের গানের সঙ্গে নাচানাচির প্রতিযোগিতা শুরু হয়ে যায় । কিন্তু কিছুক্ষণ নাচানাচির পরেই খুটিনাটি বিষয় নিয়ে বচসা থেকে একপ্রস্থ সংঘর্ষ বাধে ।
জানা গেছে,তখনকার মত নিজেরাই মিটমাটি করে নেয় । কিন্তু বুধবার পশ্চিম বাগদিপাড়ার কয়েকজন শিবদা বাসস্ট্যান্ডে যাওয়ার সময় গোয়ালগোরে পাড়ার উপর দিয়ে যেতেই আগের রাতের ঘটনার জের ধরে গোয়ালগোরের লোকজন তাদের উপর হামলা করে দেয় বলে অভিযোগ । আর ওই ঘটনাকে কেন্দ্র করে দুই পাড়ার লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে । খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় । এই ঘটনায় দু’পক্ষই একে অপরকে দোষারোপ করেছে । ঘটনা প্রসঙ্গে পূর্ব বর্ধমানের ডিএসপি(ডিএনটি) বীরেন্দ্র কুমার পাঠক বলেন,’বক্স বাজানোকে কেন্দ্র করে দু’পাড়ার মধ্যে অশান্তি হয়েছিল । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে । এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে ।’।