এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম,০৫ ফেব্রুয়ারী : আদিবাসী নেতা তথা শিক্ষক সুনীল সরেনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে গ্রেফতার করা হয়েছে । এই অভিযোগ তুলে শিক্ষক নেতার মুক্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো আদিবাসী সম্প্রদায়ের মানুষ । বৃহস্পতিবার আদিবাসী গাঁওতার পক্ষ থেকে আউশগ্রামের ভেদিয়া বাসস্ট্যান্ডে বর্ধমান- সিউড়ি ২ বি জাতীয় সড়ক অবরোধ করা হয় । প্রায় ১৫ মিনিট ধরে অবরোধ চলে । ফলে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ আসে । শেষে পুলিশি তৎপরতায় অবরোধ ওঠে ।
মাস খানেক আগে সুনীল সোরেনকে গ্রেফতার করে বীরভূম পুলিশ । আদিবাসী সংগঠনের দাবি, বীরভূম পুলিশ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে খুন ও চুরির মাললায় সুনীল সরেনকে ফাঁসিয়েছে । পূর্ব বর্ধমান জেলার আদিবাসী গাঁওতার সম্পাদক জনক হাঁসদা বলেন, ‘সুনীল সরেনকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এদিন আমরা সাময়িকভাবে পথ অবরোধের কর্মসূচি নিয়েছি । সুনীল সরেনকে অবিলম্বে মুক্তি না দিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব ।।