এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১১ অক্টোবর : পাকিস্তানের তেহরিক-ই-তালেবান -এর কমান্ডার তথা মুখপাত্র মোহাম্মদ খোরাসানি আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের মিডিয়া । শহীদুল্লাহ মারা যাওয়ার পর খোরাসানি টিটিপি গ্রুপের মুখপাত্র হন । খালেদ বাল্টি নামে পরিচিত খোরাসানি আফগানিস্তানের মিরান শাহে এলাকায় একটি জঙ্গি প্রশিক্ষণ শিবির চালাতেন । তেহরিক-ই-তালেবান পাকিস্তানের বিভিন্ন উপদলকে একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন খোরাসানি ।
খবরে বলা হয়েছে, খোরাসানি পাকিস্থানের অনেক নাগরিক, কর্মচারী ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার সঙ্গে জড়িত ছিলেন । খোরাসানি এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তানের প্রধান নুরুলি মেহসুদ মিলে পাকিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিলেন । পাকিস্তান সেনাবাহিনীর সফল অভিযানের পর খোরাসানি আফগানিস্তানে পালিয়ে গিয়েছিলেন ।।