প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১০ অক্টোবর : ভাগীরথীর পর এবার দামোদরের জলে দেখা মিললো ডলফিনের ।রবিবার বেলায় পূর্ব বর্ধমানের গলসির শিল্লাঘাটের দামোদরের জলে একটি ডলফিনকে খেলা করতে দেখেন এলাকার কয়েকজন বাসিন্দা । লোকমুখে সেই খবর ছড়িয়ে পড়তেই এলাকার বহু বাসিন্দা দামোদরের পাড়ে ভিড় জমান। তারা দামোদরের জলে খেলতে থাকা ডলফিনটিকে মুখ তুলে নদের জলে স্রোতের বিপরীতে যেতে দেখেন ।দামোদরের জলে ডলফিনের খেলা করার দৃশ্য অনেকে মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করেন। খবর পেয়ে বন দফতরে আধিকারিকরা ঘটনাস্থলে পৌছান ।
তারা ডলফিনটির উপর নজরদারি চালিয়ে যাচ্ছেন। রবিবারের পর সৌমবারও ডলফিন দেখার জন্য বহু মানুষ শিল্লাঘাটে ভিড জমান।
শিল্লাঘাট এলাকার বাসিন্দা বদরুদ্দোজা মণ্ডল বলেন,’ডলফিনটিকে রবিবার প্রথম দেখা যায় । ওইদিন বেলা দশটা থেকে দুপুরে পর্যন্ত ডলফিনটিকে দামোদরের জলে দেখা গেছে । ওই সময়ে ডলফিনটি মাঝ দামোদরের স্রোতের জলের বিপরীত দিকে যাচ্ছিল । তবে দুপুর আড়াইটার পর থেকে তাঁরা আর ডলফিনটিকে দেখতে পাননি ।ডলফিন দেখার জন্য এদিনও বহু মানুষ শিল্লাঘাটে ভিড় জমান ।’ বদরুদ্দোজা মণ্ডল জানান,তাঁরা মনে করছেন ডলফিনটি সমুদ্র বা অন্য কোনও বড় নদী থেকে দামোদরে এসেছে। অতিরিক্ত বনাধিকারিক সোমনাথ চৌধুরী বলেন,’ আমরা ডলফিনটির উপর নজর রেখেছি। মঙ্গলবার সকাল থেকে বনকর্মীদের সঙ্গে আমি নিজে দামোদরে গিয়ে তদারকি করবো ।’
প্রসঙ্গত,চলতি বছরের আগষ্ট মাসে কাটোয়া শ্মশানঘাট সংলগ্ন ভাগীরথী নদিতে একটি
ডলফিন ভাসতে দেখেন স্থানীয়রা । যদিও ডলফিনটি জীবিত ছিলনা । স্থানীয় নয়াচরের কাছ থেকে উদ্ধার হয় মৃত ডলফিনের দেহ । ডলফিনটিকে মেরে ফেলা হয়েছে বলে মনে করা হয় । ডলফিনটির মৃত্যুর প্রকৃত কারন জানতে তদন্তে নামে বনদফতর । ডলফিনটির দেহের ময়নাতদন্তও করা হয় । তারপর থেকে ডলফিন বাঁচাতে বনদফতর ভাগীরথী তীরবর্তী
এলাকায় লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে ।।