দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১০ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের মরিঘাটের কাছে একটি ইঁটভাঁটার পাশ থেকে রবিবার রাতে এক মহিলাকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করল পুলিশ । পুলিশ জানিয়েছে, কাটোয়ার কেশিয়া মাঠপাড়া এলাকার বাসিন্দা ওই মহিলার নাম কোহিনুর বিবি (৪০) । ধৃতের কাছ থেকে দেশি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে । সোমবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ২৮ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।
পুলিশ সুত্রে খবর,রাতের দিকে ওই মহিলা হাতে একটি ব্যাগ নিয়ে মরিঘাটের দিক থেকে কাটোয়া শহরের দিকে আসছিল । সেই সময় ওই রাস্তায় রুটিন টহলদারি চালাচ্ছিল কাটোয়া থানার পুলিশের একটি টহলদারি ভ্যান । ইঁটভাঁটার কাছাকাছি এলে মহিলা পুলিশের গাড়ি দেখে ব্যাগটিকে আড়াল করার চেষ্টা করে । বিষয়টি নজর এড়ায়নি পুলিশের । এরপর পুলিশ মহিলার কাছে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে । কিন্তু তার কথাবার্তায় সন্দেহ হওয়ায় পুলিশ মহিলার কাছ থেকে ব্যাগটিকে নিয়ে তল্লাশি চালায় । তখন ব্যাগের ভিতর আগ্নেয়াস্ত্রটি নজরে পড়ে পুলিশের ।
মহিলাকে জেরা করে পুলিশ জানতে পেরেছে সে ওই আগ্নেয়াস্ত্রটি নদিয়া জেলা থেকে এনেছিল । কাটোয়া এলাকায় কোনো খরিদ্দারের কাছে বিক্রি করার পরিকল্পনা ছিল তাঁরা । প্রসঙ্গত,সাম্প্রতিক কিছু সময় ধরে লক্ষ্য করা যাচ্ছে পুলিশের নজর এড়াতে বেআইনি অস্ত্র ও গাঁজা পাচারে মূলত মহিলাদের ব্যবহার করা হচ্ছে । ইতিপূর্বে বিপুল পরিমান গাঁজাসহ কয়েকজন মহিলাকে গ্রেফতার করেছিল কাটোয়া মহকুমার কেতুগ্রাম থানার পুলিশ । এবার কাটোয়া থানার পুলিশের হাতে এক অস্ত্র পাচারকারী মহিলা ধরা পড়ল । পাচারচক্রগুলি মহিলাদের ব্যবহার করায় কিছুটা হলেও বিড়ম্বনায় পড়তে হচ্ছে পুলিশকে ।।