এইদিন ওয়েবডেস্ক,লখনউ,১০ অক্টোবর : মুলায়ম সিং যাদবের মৃত্যুতে উত্তরপ্রদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।
সোমবার সকাল ৮.১৫ মিনিট নাগাদ গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব । বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বহু প্রবীণ ব্যক্তি । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুলায়ম সিং যাদবের ছেলে এবং ইউপির প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এবং তাঁর ভাই রাম গোপাল যাদবের সাথে ফোনে কথা বলেছেন এবং শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, মুলায়ম সিং যাদবের বিদায়ে একটি যুগের অবসান হয়েছে ।
যোগী আদিত্যনাথ বলেছেন,’উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবজির মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তাঁর মৃত্যুতে সমাজতন্ত্রের মূল স্তম্ভ ও সংগ্রামী যুগের অবসান হয়েছে । আমি ঈশ্বরের কাছে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাচ্ছি ।’ তিনি জানান,মুলায়ম সিং যাদব জি-এর মৃত্যুতে উত্তরপ্রদেশ সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে ।
৮২ বর্ষীয় মুলায়ম সিং যাদব দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন । তাঁর কিডনিসহ বিভিন্ন সমস্যা ছিল । গত ২২ আগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় । ভেন্টিলেটরে রেখে চিকিৎসা চলছিল তাঁর । কিন্তু এদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মুলায়ম সিং যাদবের । তাঁর মৃতদেহ ইটাওয়ার সাইফাইয়ে এনে শেষকৃত্য করা হবে বলে জানা গেছে ।।