এইদিন ওয়েবডেস্ক,মস্কো,১০ অক্টোবর : রাশিয়া ও ক্রিমিয়া সংযোগকারী সেতুতে বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ি করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । তিনি এটিকে সন্ত্রাসবাদী হামলা বলে অভিহিত করেছেন । তিনি ক্রেমলিনের টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিওতে বলেছেন,’কোন সন্দেহ নেই এটি একটি সন্ত্রাসবাদের কাজ যার উদ্দেশ্য গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ধ্বংস করা ।’ আরও স্পষ্ট করে তিনি বলেন,’এটি ইউক্রেনীয় বিশেষ পরিষেবা দ্বারা প্রণয়ন, পরিচালিত এবং আদেশ করা হয়েছিল ।’ সোমবার এনিয়ে নিরাপত্তা পরিষদের একটি বৈঠক করার প্রস্তুতি নিচ্ছেন পুতিন ।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ সোমবারের বৈঠকের আগে বলেছে, ‘রাশিয়ার উচিত হামলার জন্য দায়ী সন্ত্রাসবাদীদের হত্যা করা । রাশিয়া শুধুমাত্র সন্ত্রাসীদের সরাসরি হত্যা করে এই অপরাধের জবাব দিতে পারে । যেমনটি বিশ্বের অন্য জায়গায় করা হয়ে থাকে । রাশিয়ান নাগরিকরা এটাই চায় ।’
শনিবারে কের্চ স্ট্রেইটের( Kerch Strait) উপর যে সেতুতে বিস্ফোরণ হয়েছে সেটি দক্ষিণ ইউক্রেনে মস্কোর বাহিনীর জন্য একটি প্রধান সরবরাহ রুট ।সেতুটি সেভাস্তোপল (Sevastopol)বন্দরের জন্য একটি গুরুত্বপূর্ণ ধমনী স্বরূপ । এখানেই রাশিয়ান কৃষ্ণ সাগরের নৌবহর রয়েছে । সেই সঙ্গে এটিকে ২০১৪ সালে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ান উপদ্বীপকে সংযুক্ত করার একটি প্রতীক হিসাবে মনে করা হয় ।
বিস্ফোরণের পর ইউক্রেনীয় কর্মকর্তারা উল্লাস প্রকাশ করলেও তারা এর দায় স্বীকার করেনি । তবে এই ঘটনার পর রাশিয়ার পারমাণবিক আক্রমণের প্রতিক্রিয়াকে উস্কে দিতে পারে বলে মনে করা হচ্ছে ।।