এইদিন ওয়েবডেস্ক,রিয়াধ,০৯ অক্টোবর : নিওম (NEOM) মেগাসিটি প্রকল্পের জন্য উচ্ছেদের বিরোধিতা করায় ৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিল সৌদি আরবের বিশেষ ফৌজদারি আদালত । গত রবিবার ( ২ অক্টোবর ২০২২) শাদলি আল-হুয়েতি, আতাল্লাহ এবং ইব্রাহিম আল-হুয়েতি নামে ওই তিনজনের এই সাজা ঘোষণা করা হয় । ওই তিন জনেই আল হুয়েতাত নামের একটি আরব বেদুইন গোষ্ঠীর সদস্য । নিওম প্রকল্পের জন্য বাড়ি থেকে উচ্ছেদের বিরোধিতা করেছিলেন তাঁরা । আর সেই অপরাধে ২০২০ সালে উত্তর-পশ্চিম সৌদি আরব থেকে তাদের গ্রেফতার করা হয়েছিল । ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা এএলকিউএসটি এই সাজার বিরোধিতা করে তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ।
এর আগে ২০২০ সালের এপ্রিলে নিওম সিটি প্রকল্পের জন্য সরকারি উচ্ছেদের প্রতিবাদ করে নিয়মিত ইউটিউবে ভিডিও পোস্ট করার জন্য ৪৩ বছর বয়সী আব্দুল রহিমকে গুলি করে মেরেছিল সৌদি নিরাপত্তা বাহিনী । তাবুক-এর বাসিন্দা আব্দুল রহিম হল শাদলি আল-হুয়েতির ভাই ।
প্রসঙ্গত,তাবুক প্রদেশেব২০২৯ সালের শীতকালীন এশিয়ান গেমসের আয়োজন করবে সৌদি আরব । সেই কারনে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করে নিওম সিটি প্রকল্প শুরু হয়েছে । নিওম সিটি উত্তর-পশ্চিম সৌদি আরবের তাবুক প্রদেশের একটি পরিকল্পিত শহর। এটিকে ভবিষ্যতের আধুনিক প্রযুক্তি সম্পন্ন স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হচ্ছে । শহরটি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ এর একটি অংশ। জ্বালানী তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে সমাজ ও অর্থনীতিতে পরিবর্তন আনার লক্ষ্যে এই মহাপরিকল্পনা নিয়েছে সৌদি আরব ।
আর এই প্রকল্পের জন্য চলছে উচ্ছেদ অভিযান । আল-হুয়েতাত নামে ওই বেদুইন গোষ্ঠীর লোকজনের অভিযোগ,নিওম মেগাসিটির জন্য সৌদি সরকার তাদের নির্বিচারে ঘরবাড়ি ভেঙে দিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিচ্ছে ৷।