এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,০৮ অক্টোবর : ইরানের ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশন দাবি করেছে মারধরের কারণে মারা যায়নি ২২ বছরের কুর্দি তরুনী মেহসা আমিনি ৷ বরঞ্চ অসুস্থতার কারণে তিনি “নৈতিক নিরাপত্তা” পুলিশের হেফাজতে মারা গেছেন । সংগঠনটির আরও দাবি,এর আগে মেহসা আমিনির মাথায় অস্ত্রোপচার করা হয়েছিল । অন্যদিকে পরিবার জোর দিয়ে বলেছে মাহসা আমিনীর কোনো রোগ ছিল না । তাঁকে নৈতিক নিরাপত্তা পুলিশের পিটিয়ে হত্যা করেছে । এমনকি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই এমন দাবি করেছে নিহত তরুনীর পরিবার পরিজন ।
মেহসা আমিনি ওরফে মাহসা আল-সাকারি মূলত ইরানের কুর্দিস্তানের বাসিন্দা । গত মাসের ১৫ তারিখে তিনি তেহেরানে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন । কিন্তু তিনি হিজাব বিধি উপেক্ষা করে জিন্সের প্যান্ট ও শার্ট পড়েছিলেন । আর তাঁর এই অপরাধের জন্য ইরানের নৈতিকতা পুলিশ তাঁকে গ্রেফতার করে । গ্রেফতারের কিছুক্ষণের মধ্যেই কোমায় চলে যান মেহসা । পুলিশ তাঁকে হাসপাতালে ভর্তি করে । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ।
মাহসা আমিনির মৃত্যুর পর ইরানসহ বিশ্বের অনেক দেশে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে । এদিকে দেশের অভ্যন্তরে বিক্ষোভ দমন করতে অর্ধ শতাধিক বিক্ষোভকারীকে গুলি করে মারে ইরানের পুলিশ । গ্রেফতার করা হয় দেড় হাজারে অধিক মহিলা ও পুরুষকে ।।