এইদিন ওয়েবডেস্ক,০৮ অক্টোবর : রাশিয়া-ক্রিমিয়া সংযোগকারী সেতুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে । বিস্ফোরণে অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । সেতুটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । সেতুর রেলওয়ে অংশ শনিবার সন্ধ্যায় ফেল চালু করা হবে বলে জানিয়েছে রাশিয়া।
বিস্ফোরণের কারন হিসাবে রাশিয়ান তদন্তকারী দল জানিয়েছে,এদিন ভোরের দিকে একটি মাল বোঝাই লরিতে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে । বিস্ফোরণের সময় কাছাকাছি একটি গাড়িতে ছিলেন নিহত তিন ব্যক্তি ।
প্রসঙ্গত,২০১৪ সালে মস্কোর সঙ্গে ক্রিমিয়া সংযুক্ত হওয়ার ৪ বছর পর ২০১৮ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কের্চ প্রণালীর উপর সেতুটি উদ্বোধন করেছিলেন । ইউক্রেনের সঙ্গে যুদ্ধে সামরিক সরঞ্জাম নিয়ে যাওয়ার জন্য সেতুটি ব্যবহার করছে রাশিয়া । ফলে ইউক্রেনীয় বাহিনীর জন্য সেতুটিকে মূল লক্ষ্য বলে মনে করা হয় ।।