এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৮ অক্টোবর : শনিবার ফের বিস্ফোরণের ঘটনা ঘটল আফগানিস্তানের রাজধানী কাবুলে । তালিবান জানিয়েছে,বিস্ফোরণে ৩ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে । অন্যদিকে বাঘলান(Baghlan) প্রদেশে তালিবানের সঙ্গে ন্যাশানাল রেজিস্ট্যান্স ফোর্সের (NRF) সংঘর্ষে ২ তালিবান জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে ।
জানা গেছে, এদিন সকাল সাড়ে ৮ টা নাগাদ কাবুল শহরের পঞ্চম নিরাপত্তা জেলার দিওয়ান বেগি এলাকায় বিস্ফোরণটি ঘটে । একটি কাস্টার-টাইপ গাড়িতে চড়ে বেশ কিছু যাত্রী যাওয়ার সময় রাস্তার পাশে ফুলদানিতে রাখা মাইন থেকে বিস্ফোরণ হয় ।কাবুল পুলিশ কমান্ডের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন,বিস্ফোরণে তিনজন সাধারণ মানুষ নিহত হয়েছেন । তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, হতাহতের সংখ্যা অনেক বেশি ।
প্রসঙ্গত,এদিন সহ গত সপ্তাহে কাবুলের বিভিন্ন স্থানে পাঁচটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে । কাজ শিক্ষাকেন্দ্রে প্রথম বিস্ফোরণে ৫৩ জনের বেশি মানুষ নিহত ও ১১০ জনের বেশি আহত হয়। তার ঠিক দিন দুয়ের ব্যবধানে কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চত্বরে একটি মসজিদে বিস্ফোরণে ২ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছিল ।
অন্যদিকে,বাঘলান প্রদেশের খোস্ত (Khost) জেলার চরখ ওয়া ফালাক (Charkh Wa Falak) গ্রামের একটি তালেবান ক্যাম্পে শুক্রবার রাতে হামলা চালায় ন্যাশানাল রেজিস্ট্যান্স ফোর্সের সেনারা । স্থানীয় সূত্রের মতে, তালিবান এবং এনআরএফ-এর মধ্যে গুলির লড়াই প্রায় ৩০ মিনিট ধরে চলে । সংঘর্ষে তালিবানের সশস্ত্র বাহিনীর ২ জন নিহত এবং ২ জন আহত হয় । যদিও এই বিষয়ে তালিবানের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি । তবে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) মুখপাত্র সিবগাতুল্লাহ আহমাদি দাবি করেছেন যে এই হামলায় অন্তত ৬ তালিবান সদস্য নিহত ও আহত হয়েছেন ।।