এইদিন ওয়েবডেস্ক,নয়ডা,০৮ অক্টোবর : নূপুর শর্মাকে সমর্থন করার অপরাধে বিজেপির যুব নেতার উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ৪৪-এ । বিহারের চম্পারান জেলার বাসিন্দা ভারতীয় জনতা যুব মোর্চার নেতা অভিষেক সিং রাঠোর নামে আক্রান্ত যুবক টুইট করে জানিয়েছেন, ‘সর তান সে জুদা’ স্লোগান তুলে আমার উপর প্রাণঘাতী হামলা হয়েছে । ভোলেনাথের কৃপায় আজ আমি বেঁচে আছি । সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষদের সমর্থন এবং দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি ।’
অন্য একটি ভিডিও বার্তায় অভিষেক সিং রাঠোর বলেছেন,’নয়ডার সেক্টর ৪৪-এর সোমবাজারে বিশেষ সম্প্রদায়ের ১০-১২ জন লোক নূপুর শর্মার ‘সর তান সে জুদা’ করার বিষয়ে আলোচনা করছিল । সেখানে গিয়ে আমি নূপুর শর্মার সমর্থনে ব্যক্তিগত মতামত প্রকাশ করেছিলাম । সেই অপরাধে তারা আমার উপর প্রাণঘাতী হামলা করে । আমার কিছু বন্ধুর তৎপরতায় আমি প্রাণে বেঁচে যাই । তাঁরা যদি না থাকতেন তাহলে আমি হয়তো বাঁচতাম না । প্রাণ বাঁচানোর জন্য আমার বন্ধুদের ধন্যবাদ জানাই ।’ তিনি আরও বলেন,’বিশেষ সম্প্রদায়ের যে সমস্ত লোকজন আমার উপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল সেই সমস্ত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য উত্তরপ্রদেশের পুলিশের কাছে আবেদন জানাচ্ছি ।’
জানা গেছে,আক্রান্ত বিজেপির যুব মোর্চার নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল । যদিও চিকিৎসার পর পরে তাঁকে ছেড়ে দেওয়া হয় । এনিয়ে তিনি নয়ডার এসিপির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন । শনিবার নয়ডার ডিএসপি টুইট করেছেন, ‘তদন্তে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি । তবে অভিষেকের দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ।।