এইদিন ওয়েবডেস্ক,আহমেদাবাদ,০৮ অক্টোবর : ভারতীয় উপকূল রক্ষী বাহিনী (ICG) এবং গুজরাটের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড ( ATS) যৌথভাবে অভিযান চালিয়ে একটি পাকিস্থানি বোট আটক করেছে । ওই বোট থেকে উদ্ধার হয়েছে ৫০ কেজি হেরোইন । যার বাজার মূল্য প্রায় ৩৫০ কোটি টাকা । পাশাপাশি ৬ পাকিস্থানি মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে গুজরাটের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড ।
ভারতীয় উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে,গোপন সুত্র থেকে খবর পেয়ে শনিবার সকালে পাকিস্থানের ‘আল সাকারে’ নামে ওই বোটটিকে আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনের (আইএমবিএল) কাছে আটক করা হয় । ৩৫০ কোটি টাকার হেরোইনসহ বোটের ৬ জন ক্রু মেম্বারকে গ্রেফতার করা হয়েছে । তদন্তের জন্য নৌকাটিকে জাখাউতে(Jakhau) নিয়ে আসা হচ্ছে ।
উল্লেখ্য,এক মাসেরও কম ব্যবধানে এনিয়ে দু’বার মাদক বোঝাই নৌকা আটক হল গুজরাটের উপকূলে । এর আগে ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের একটি নৌকা থেকে প্রায় ৪০ কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয় । যার বাজারমূল্য প্রায় ২০০কোটি টাকা ।।