এইদিন ওয়েবডেস্ক,নাসিক(মহারাষ্ট্র),০৮ অক্টোবর : শনিবার ভোরে একটি ভয়াবহ দূর্ঘটনা ঘটে গেছে মহারাষ্ট্রের নাসিকে । একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ১২ জন যাত্রীর । গুরুতর অগ্নিদগ্ধ হয়েছে আরও ৩৬ জন যাত্রী । দূর্ঘটনাটি ঘটেছে নাসিক-ঔরঙ্গাবাদ রুটের নন্দূরনাকা এলাকায় ।
জানা গেছে,বাসটি চিন্তামণি ট্রাভেলসের একটি স্লিপার কোচ বাস । প্রায় ৪৮ জন যাত্রী নিয়ে ইয়াভাতমাল থেকে মুম্বাই যাচ্ছিল । কিন্তু ভোর প্রায় ৫.১৫ নাগাদ নাসিক-ঔরঙ্গাবাদ রুট ধরে নন্দূরনাকা এলাকায় আসতেই ধুলে থেকে পুনেগামী একটি কন্টেইনারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির । সংঘর্ষের পরেই আগুন ধরে যায় বাসে । নিমেষের মধ্যে গোটা বাসটিকে আগুনের বলয় গ্রাস করে । এদিকে তখন যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন । ফলে বাসের মধ্যেই ১২ জনের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় । অগ্নিদগ্ধ যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে । ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । নাসিকের ডেপুটি পুলিশ কমিশনার অমল তাম্বে বলেন, ‘এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে । আগুনের সঠিক কারণ জানতে তদন্ত চলছে ।’।