এইদিন ওয়েবডেস্ক,০৭ অক্টোবর : রীতিমতো ভারত বিরোধী প্রচার শুরু করে দিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচ-এর দক্ষিণ এশিয়ার পরিচালক মীনাক্ষী গাঙ্গুলী । বিজেপি শাসিত রাজ্যে দুষ্কৃতীদের শাস্তিস্বরূপ ঘরবাড়ি ভাঙা নিয়ে তাঁকে যতটা সরব হতে দেখা যাচ্ছে ঠিক ততটা তিনি নিশ্চুপ বাংলাদেশ বা পাকিস্থানে সংখ্যালঘু নির্যাতন নিয়ে । সাম্প্রতিক কালে তাঁকে এমন বেশ কয়েকটি টুইট করতে দেখা গেছে যাতে দেশের ভাবমূর্তি কালিমা লিপ্ত হয় ।
শুক্রবার তিনি বুলডোজার চালানো একটি ছবি টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘ভারতের বেশ কয়েকটি রাজ্যে কর্তৃপক্ষ সংক্ষিপ্ত শাস্তি হিসাবে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা চালাচ্ছে, আইনী অনুমোদন ছাড়াই বাড়িঘর ও সম্পত্তি ভেঙে দিচ্ছে এবং অতি সম্প্রতি, হিন্দু উৎসবে বাধা দেওয়ার অভিযোগে প্রকাশ্যে মুসলিম পুরুষদের বেত্রাঘাত করছে ।’
এর আগে গত ১ অক্টোবর তিনি ভারত ও ইরানকে এক সারিতে রেখে লিখেছিলেন,’ইরান হোক বা ভারত, প্রশ্নটা এই নয় যে কেউ হিজাবের পক্ষে বা বিপক্ষে। এটা হল রাষ্ট্রীয় শাসনব্যবস্থা – মতাদর্শ নির্বিশেষে – কীভাবে নারীদের দেহ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং তাদের জীবন কীভাবে কাটাতে হবে তা নির্দেশ করার চেষ্টা করে ।’
শুধু এই দুই ক্ষেত্রেই নয়, মীনাক্ষী গাঙ্গুলী লাগাতার ভারতকে কালিমা লিপ্ত করার চেষ্টা করে গেছেন বলে অভিযোগ । এক্ষেত্রে তিনি হাতিয়ার করেছে এনডিটিভি,স্ক্রল ডট ইন এবং বামপন্থী নিউজ চ্যানেল দ্য ওয়ারের কিছু প্রতিবেদনকে । যে সমস্ত নিউজ চ্যানেলগুলির বিরুদ্ধে হিন্দু ফোবিয়া (Hindu Phobia) এবং ভারত বিরোধী প্রচার চালানোর অভিযোগ তোলে দেশের একাংশের মানুষ । কিন্তু বাংলাদেশ ও পাকিস্থানে সংখ্যালঘু নির্যাতন নিয়ে আশ্চর্য রকম চুপ থাকতে দেখা গেছে হিউম্যান রাইটস ওয়াচ-এর দক্ষিণ এশিয়ার পরিচালক মীনাক্ষী গাঙ্গুলীকে । স্বভাবতই তাঁর মানসিকতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে । বাড়ছে ক্ষোভও ।।