এইদিন ওয়েবডেস্ক,স্ট্রসবুর্গ(ফ্রান্স),০৭ অক্টোবর : নিজের চুল কেটে ইরানে মাহাসা আমিনির হত্যাকান্ডের প্রতিবাদ করলেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যা (এমইপি) আবির আল সাহলানি (Abir Al-Sahlani) । মঙ্গলবার সন্ধ্যায় ফ্রান্সের স্ট্রসবুর্গে পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় ইরাকি বংশোদ্ভূত ইউরোপীয় পার্লামেন্টের সুইডিশ সদস্যা আল-সাহলানি নিজের চুল কাঁচি দিয়ে কেটে ফেলেন । পাশাপাশি তিনি ইরান সরকার বিরোধী বিক্ষোভকারী মহিলাদের প্রতি সমর্থনও জানিয়েছেন ।
ইরানে বিক্ষোভকারী মহিলাদের প্রতি দমনপীড়নের প্রসঙ্গে ইউরোপীয় পার্লামেন্টে বক্তব্য রাখার সময় আবির আল-সাহলানি বলেন,’ইরান মুক্ত হওয়ার আগে পর্যন্ত আমাদের ক্ষোভ নিপীড়নকারীদের চেয়ে বড় হবে। ইরানের নারীরা মুক্ত হওয়ার আগ পর্যন্ত আমরা তাদের পাশে আছি।’ এসব কথা বলার পর তিনি একটি কাঁচি হাতে নেন। এরপর ‘নারী, জীবন, মুক্তি’ বলে তিনি নিজের চুলের ঝুঁটি কাঁচি দিয়ে কেটে ফেলেন। উল্লেখ্য,এর আগে জুলিয়েত্তে বিনোশে, ইসাবেলে হুপার্টসহ ফ্রান্সের শীর্ষস্থানীয় কয়েকজন অভিনেত্রীও ইরানি মহিলাদের প্রতি সমর্থন জানিয়ে নিজের চুল কেটেছেন ।
বোরখা না পরে প্যান্ট শার্ট পরে প্রকাশ্যে তেহেরানের রাস্তায় ঘুরে বেড়ানোয় ইরানের ধর্মরক্ষা পুলিশ মাহাসা আমিনিকে নিজেদের হেফাজতে নিয়ে পিটিয়ে মেরেছিল । তারপর থেকে ক্ষোভে ফুঁসছে ইরানি মহিলারা । গোটা ইরান জুড়ে চলছে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন । ইতিমধ্যেই অর্ধ শতাধিক বিক্ষোভকারীকে গুলি করে মেরেছে পুলিশ । দেড় হাজারের অধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে । ইরানে প্রতিবাদী আন্দোলনকে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, প্যারিস, রোম ও মাদ্রিদে বিক্ষোভ হয়েছে । এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইরানের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য দেশগুলি ।।