এইদিন ওয়েবডেস্ক,গুসকরা(পূর্ব বর্ধমান),০৪ ফেব্রুয়ারী : প্রতারনার শিকার হলেন পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের এক সাইবার কাফের মালিক । তাঁর কাফেতে গিয়ে একটি আ্যকাউন্টে ৫০ হাজার টাকা ট্রান্সফার করানোর পর ফোনে কথা বলার অছিলায় চম্পট দিল অপরিচিত এক ব্যক্তি । ফেলে রেখে গেল একটি নীল-কালো ব্যাগ । যদিও ব্যাগে কোনও টাকা পয়সা ছিল না। ছিল একটি খড়ের আঁটি ও একটি ছেঁড়া জ্যাকেট । প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ঘটনার পরেই পুলিশের দ্বারস্থ হন কুনাল চট্টোপাধ্যায় নামে ওই সাইবার কাফের মালিক । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
পুলিশ সূত্রে গেছে, কুন্তলবাবুকে যে অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য বলা হয় সেটি মঙ্গলকোট থানার শীতলগ্রামের বাসিন্দা সুমন হাজরা নামে একজনের নামে রয়েছে । এদিকে ৫০ হাজার টাকা ট্রান্সফারের কিছুক্ষণের মধ্যেই এটিএমের মাধ্যমে ২০ হাজার টাকা তুলে নেওয়া হয় বলে জানা গেছে । পুলিশ ওই ব্যক্তির সন্ধান চালাচ্ছে ।
গুসকরা শহরের নিউটাউন কলেজমোড়ে রয়েছে কুনাল চট্টোপাধ্যায় নামে ওই ব্যক্তির সাইবার কাফেটি । ঘটনাটি ঘটে বুধবার দুপুর দুটো নাগাদ । কুনালবাবু জানিয়েছেন, ওইদিন ত্রিশ উর্দ্ধ এক ব্যক্তি তার দোকানে এসে জানান একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনি এক লাখ টাকা ট্রান্সফার করতে চান । ওই ব্যক্তির মুখে মাস্ক ও হাতে একটি ব্যাগ ছিল । ব্যক্তি জানান ব্যাগেতে টাকা আছে । সে ওই ব্যাগটি টেবিলের তলায় রেখে একটি চেয়ারে এসে বসে পড়ে।
কুনালবাবু বলেন, ‘ওই ব্যক্তি আমায় বলে খুব জরুরি দরকার । তাই টাকাটা তাড়াতাড়ি পাঠাতে হবে । তখন আমি তাকে বলি ৭০ – ৭৫ হাজার টাকার বেশি পাঠানো সম্ভব নয় । তখন তাতেই রাজি হয়ে যায় ওই ব্যক্তি । তারপর আমি দু’দফায় ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা ফান্ড ট্রান্সফার করি । তারপরেই ওই ব্যক্তির ফোনে রিং হলে ফোন কানে দিয়ে সে উঠে দরজার কাছে চলে যায় । তখন
খরিদ্দারের চাপ থাকায় অল্প কিছুক্ষণের জন্য আমি অন্য কাজে ব্যাস্ত হয়ে পড়ে । তারই মধ্যে ওই লোকটি তার ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায় ।’
জানা গেছে, এরপর কুন্তলবাবু ব্যাগটি খুললে দেখতে পান ভিতরে এক আঁটি খড় ও একটি ছেঁড়া জ্যাকেট ভরা রয়েছে । তখন কুন্তলবাবু বুঝতে পারেন তিনি প্রতারনার শিকার হয়েছেন । সঙ্গে সঙ্গে তিনি ব্যাঙ্কের শাখায় বিষয়টি জানান । পাশাপাশি গুসকরা পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন । তবে পুলিশ এদিন বিকেল পর্যন্ত প্রতারকের হদিশ করতে পারেনি বলে জানা গেছে ।।