এইদিন ওয়েবডেস্ক,স্ট্রাসবার্গ(ফ্রান্স),০৭ অক্টোবর : ইরানের রাজধানী তেহরানে ইরশাদ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর মারা যাওয়া ২২ বছর বয়সী কুর্দি তরুনী মাহসা আমিনির মৃত্যুর স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপীয় দেশগুলি । বৃহস্পতিবার ফ্রান্সের (France) স্ট্রাসবার্গে (Strasbourg) ইউরোপীয় পার্লামেন্টে আমিনির হত্যাকাণ্ডের নিন্দা করে এনিয়ে একটি প্রস্তাব পাস করা হয় । ইউরোপীয় পার্লামেন্ট এই রেজুলেশনে মেহসা আমিনির খুনিদের এবং সাম্প্রতিক সময়ে ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর দমনপীড়নে জড়িত সকলের শাস্তির দাবি এবং ইরানের উপর নিষেধাজ্ঞা জারির কথা বলেছে ।
পাশাপাশি মাহসা আমিনির হত্যাকাণ্ডের প্রতিবাদকারীদের শান্তিপূর্ণ বিক্ষোভের উপর সমর্থনও জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা । রেজুলেশনে বিক্ষোভকারীদের উপর দমন পীড়নের নিন্দা করে বলা হয়েছে, জনগণের বিরুদ্ধে ক্রমাগত বলপ্রয়োগ করার ফলে বহু মানুষ হতাহত হয়েছে । ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতির প্রধান জোসেপ বারেল বলেছেন,’সমস্ত সদস্য দেশের বিদেশ মন্ত্রীদের উপস্থিতিতে কাউন্সিলের পরবর্তী বৈঠকে ইরানের উপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে ।’।