এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,০৭ অক্টোবর : সন্ত্রাসবাদী সংগঠন তালিবানের ভয়ে পরিবার নিয়ে পালিয়েছিলেন ইরানে । কিন্তু সেখানে গিয়েও নিজের ও পরিবারের প্রাণ বাঁচাতে পারলেন না আফগানিস্তানের প্রাক্তন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন কর্মকর্তা ফারিদন ওমারিয়ার (Faraidon Omaryar) । বৃহস্পতিবার সকালে ( ৬ অক্টোবর ২০২২) গ্যাস বিস্ফোরণে ফারিদন ওমারিয়ার,তাঁর স্ত্রী, ছেলে ও মেয়েসহ ১০ সদস্যের গোটা পরিবারটি প্রাণ হারিয়েছে বলে খবর ।
জানা গেছে,ওমারিয়ার ছিলেন কাপিসার (Kapisa) বাসিন্দা এবং লাঘমান(Laghman) প্রদেশের প্রাক্তন পুলিশ কমান্ডার আব্দুল করিম ওমারিয়ারের(Abdul Karim Omaryar) ছেলে । তালিবানের অত্যাচার থেকে পরিত্রাণ পেতে দিন তিনেক আগে পরিবার নিয়ে ইরানে পালিয়েছিলেন । তেহরান(Tehran) শহরের ম্যালার্ড (Mallard) এলাকায় মাটির নিচে একটি বাঙ্কারে থাকছিল গোটা পরিবারটি । কিন্তু বৃহস্পতিবার সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পরিবারের সকল সদস্যের মৃত্যু হয় ।।