দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৬ অক্টোবর : পাড়ার পুজোমণ্ডপে স্বামীর নাচানাচি পছন্দ হয়নি বধুর । তানিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে একপ্রস্থ অশান্তি হয় । আর অশান্তির পরে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধু । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের পানুহাট দাসপাড়ায় । মৃতার নাম চিন্তা দাস । বুধবার বিজয়াদশমীর দিন কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় । পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করেছে ।
জানা গেছে,কেতুগ্রাম থানার গঙ্গাটিকুরি গ্রামে বাপের বাড়ি চিন্তা দাসের । তাঁর স্বামী মিঠুন দাস এক ডেকরেটর ব্যবসায়ীর কাছে শ্রমিকের কাজ করেন । তাঁদের দুই শিশুসন্তান রয়েছে । ঘটনাটি ঘটে মঙ্গলবার মহা নবমীর রাতে ।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে,পানুহাট দাসপাড়ায় দূর্গাপূজোর আয়োজন করেছিল স্থানীয় একটি ক্লাব । রাতে পূজো মণ্ডপে সন্তানদের নিয়ে ছিলেন চিন্তা দাস । এদিকে বক্সের গানের তালে পূজো মণ্ডপের সামনে পাড়ার বন্ধুবান্ধবদের সঙ্গে নাচানাচি করছিলেন মিঠুন । কিন্তু স্বামীর নাচানাচি পছন্দ হয়নি চিন্তার । রাতে বাড়ি ফিরে এসে স্বামী-স্ত্রীর মধ্যে এনিয়ে অশান্তি বেধে যায় । তারপর সকলে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় চিন্তা । ইতিমধ্যে আওয়াজে ঘুম ভেঙে যায় মিঠুনের । তিনি স্ত্রীর শরীরের আগুন নেভানোর পাশাপাশি পরিবারের বাকি লোকজনকে চিৎকার করে ডাকাডাকি করে । তারপর সকলে মিলে বধুর শরীরের আগুন নিভিয়ে দ্রুত কাটোয়া হাসপাতালে ভর্তি করেন । কিন্তু শেষ রক্ষা হয়নি । স্ত্রীর শরীরের আগুন নেভাতে গিয়ে স্বামীও অল্প-বিস্তর অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গেছে ।।