এইদিন ওয়েবডেস্ক,তাখার(আফগানিস্তান),০৬ অক্টোবর : অকারণে এক কিশোর ছাত্রকে গুলি করে খুন করল তালিবানের জঙ্গিরা । নিহত ছাত্রের নাম ওয়াকিল (Wakil) । বুধবার রাতে প্রদেশের চাহ আব(Chah Aab) জেলায় তাকে গুলি করে মারে তালিবান । তবে ওই পড়ুয়াকে খুনের পিছনে কারন স্পষ্ট নয় । এই বিষয়ে তালিবানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি ।
তাখার প্রদেশের চাহ বাসিন্দাদের অভিযোগ তালিবান জঙ্গিরা অকারণে সাধারণ গ্রামবাসীর উপর নির্যাতনের অভিযোগ করে আসছে । তালিবান কর্মকর্তারা খাজা বাহাউদ্দিন জেলার স্থানীয় বাসিন্দাদের এই জেলা ছেড়ে যাওয়ার জন্য দুই দিন সময় দিয়েছে । সুত্রের খবর,তালিবানের পুলিশ প্রধান হাবিবুল্লাহ শাকির এবং তাখারের তালিবানের ডেপুটি গভর্নর মোহাম্মদ কাজেম তারিক বুধবার গভীর রাতে খাজা বাহাউদ্দিন জেলায় যান এবং স্থানীয় বাসিন্দাদের এই নির্দেশ দেন ।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাখারের স্থানীয় তালিবান কর্মকর্তারা শত শত পরিবারকে এলাকা ছাড়তে বাধ্য করেছে । এমনকি খাজা বাহাউদ্দিনের বাসিন্দাদের জেলার সমতল ভূমিতে তাঁবু খাটিয়েও থাকতে দেয়নি তালিবান জঙ্গিরা । এই বিষয়ে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থার হস্তক্ষেপের দাবি করেছেন খাজা বাহাউদ্দিনের বাসিন্দারা ।
প্রসঙ্গত,তাখার কুচের স্থানীয় তালিবান কর্মকর্তাদের দ্বারা স্থানান্তরিত হতে বাধ্য করা ৪০০ পরিবারকে খাজা বাহাউদ্দিন জেলায় বুরহানউদ্দিন রব্বানীর শাসন কালে একটি সরকারি জমিতে বসতি স্থাপন করার অনুমতি দেওয়া হয়েছিল এবং জাতিসংঘ তাদের জন্য একটি আশ্রয়কেন্দ্রও তৈরি করেছিল । কিন্তু তালিবান ক্ষমতায় আসার পর তাদের ওই আশ্রয়কেন্দ্র থেকে উঠে যেতে বাধ্য করা হয়েছে ।।