এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,০৬ অক্টোবর : বুধবার বিজয়া দশমীর দিন রাত্রি প্রায় ৯ টা নাগাদ ভয়াবহ দূর্ঘটনা ঘটে গেল জলপাইগুড়ির মালবাজারে । মালবাজারের মাল নদীতে দুর্গাপ্রতিমা বিসর্জনের সময় হঠাৎ হড়পা বান চলে আসায় মৃত্যু হয়েছে ৮ জনের । অসুস্থ ১০ জন । এখনও পর্যন্ত বহু মানুষ নিখোঁজ বলে জানা গেছে । এনডিআরএফ, এসডিআরএফ এবং স্থানীয় পুলিশ ও প্রশাসন মিলিতভাবে উদ্ধার কাজ চালাচ্ছে । নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় পুলিশ ।
জানা গেছে, বিজয়াদশমীর দিন জলপাইগুড়িতে বেশ কিছু প্রতিমা বিসর্জন হয় । শোভাযাত্রা সহকারে দূর্গাপ্রতিমা বিসর্জনের জন্য বহু মানুষ মাল নদীতে এসেছিলেন । কিন্তু নদীতে জল কম থাকায় প্রতিমা বিসর্জনের নদীর একটু গভীরে যেতে হয় আগত মানুষদের । আর ঠিক সেই সময় চলে আসে হড়পা বান । সেই সময় নদীগর্ভে প্রচুর মহিলা ও পুরুষ শ্রদ্ধালু ছিলেন । এদিকে জল বাড়তেই পাড়ে আসার জন্য হুড়োহুড়ি পড়ে যায় । কিন্তু এত দ্রুত জল বাড়তে থাকে যে বহু মানুষ পাড়ে উঠতে পারেননি । ফলে তারা জলের তোড়ে ভেসে যান । তখন নদীর পাড়ে বহু মানুষ মজুত ছিলেন । কিন্তু জলের তোড় এতটাই বেশি ছিল যে তাঁরা নদীতে আটকে পড়া মানুষকে সাহায্য করতে পারেননি
জলপাইগুড়ির জেলা শাসক মৌমিতা গোদারা বলেছেন,’নদীতে হড়পা বানে মানুষ ভেসে গিয়েছিল । এখনও পর্যন্ত আটটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে । এছাড়া প্রায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে । সামান্য আহত ১৩ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে । এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের দলগুলি অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে ।’
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জলপাইগুড়িতে দুর্গাপূজা উৎসবের সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ব্যথিত । পিএমও থেকে টুইট করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে ।।