এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,০৫ অক্টোবর : জম্মু ও কাশ্মীর পুলিশের বিরুদ্ধে গেটে তালা ঝুলিয়ে আটকে রাখার অভিযোগ তুললেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি । বুধবার তিনি একটি টুইট করে বলেছেন,’গত রাতে এসপি বারামুল্লা (Baramulla) ভাত্রে (bhatray) জানিয়েছিলেন আমাকে দলীয় কর্মীর বিয়েতে যোগ দিতে পাট্টান (Pattan)যেতে দেওয়া হবে না । আজ জম্মু-কাশ্মীর পুলিশ এসে আমার বাড়ির গেট বন্ধ করে দিয়েছে ।’
অন্যদিকে জম্মু-কাশ্মীর পুলিশ মেহবুবা মুফতির বাড়ির গেটের দুটি ছবি টুইট করে জানিয়েছে, ‘পাট্টানে কোন ধরনের ভ্রমণের উপরে বিধিনিষেধ নেই বলে পরিষ্কার করা হয়েছে । দুপুর ১ টায় পাট্টান ভ্রমণের কথা আমাদের কাছে জানানো হয়েছিল । গেটে তালা লাগানো অবস্থায় যে ছবিটি টুইট করা হয়েছে সেই তালা বাংলোতে থাকা বাসিন্দাদের লাগানো । পুলিশের পক্ষ থেকে কোন তালা লাগানো হয়নি । উনি ভ্রমনের জন্য মুক্ত ।’ মুফতির টুইটটি পোস্ট করার ৪০ মিনিট পরে এই প্রতিক্রিয়া জানায় জম্মু ও কাশ্মীর পুলিশ ।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন,তাঁরা মেহেবুবার সফরে কোনও বিধিনিষেধ আরোপ করেননি। টুইটারে মেহবুবা মুফতির পোস্ট করা ছবিতে বলা হয়েছে তাঁর বাড়ির গেটের বাইরে থেকে তালা লাগানো হয়েছিল । কিন্তু ছবিটি প্রমাণ করে যে পুলিশ বাইরে থেকে তাঁর বাড়ির গেটে তালা দেয়নি।।