এইদিন ওয়েবডেস্ক,মুম্বই,০৫ অক্টোবর : লঙ্কেশ রাবণকে অশুভ শক্তির প্রতীক হিসাবে অনেকে মনে করেন । সেই কারনে দশেরার দিনে রাবণের কুশপুত্তলিকা পুড়িয়ে মন্দের উপর ভালোর জয় হিসাবে দেশের বহু জায়গায় দিনটি পালন করা হয় । কিন্তু ভারতের এমন একটি গ্রাম আছে যেখানে রাবণকে শুভ শক্তির প্রতীক হিসাবে মনে করা হয় । গ্রামবাসীদের বিশ্বাস রাবণের আশীর্বাদের কারণেই তাঁরা কর্মসংস্থান পাচ্ছেন । এছাড়া গ্রামে শান্তি ও সুখ সমৃদ্ধি বিরাজ করছে । আর ওই গ্রামটি হল মহারাষ্ট্রের আকোলা জেলার সাঙ্গোলা গ্রাম । শত শত বছর ধরে সাঙ্গোলা গ্রামে এই দিনে পূজিত হয়ে আসছেন লঙ্কেশ রাবণ ।
গ্রামের মাঝখানে রয়েছে দশাননের বড়সড় প্রস্তর মূর্তি । দশেরার দিনে প্রতিমার বিশেষ পূজা করেন গ্রামবাসীরা । আয়োজন করা হয় মহারতির । বিশেষ এই দিনটিতে আশপাশের প্রচুর মানুষ লঙ্কেশের পূজোতে অংশগ্রহণ করে । সাঙ্গোলা গ্রামবাসীরা শ্রী রামেরও পূজা করে । কিন্তু দশাননের প্রতি তাঁদের অটুট বিশ্বাস । রাবণকে তাঁরা মহাযোগী ও মহাজ্ঞানী হিসাবে মনে করেন । গ্রামের সমৃদ্ধির পিছনে লঙ্কেশের আশীর্বাদ কাজ করছে বলে তাঁদের বিশ্বাস। সাঙ্গোলা গ্রামবাসীর । সেই কারনে দশেরার দিনে নিষ্ঠা সহকারে তাঁরা আরাধ্য রাবণের পূজো করে আসছেন ।।