এইদিন ওয়েবডেস্ক, পাউরি গাড়ওয়াল (উত্তরাখণ্ড), ০৫ অক্টোবর :বিয়ে বাড়ি থেকে ফেরার পথে গভীর খাদে পড়ে গেল একটি যাত্রীবাহী বাস । দূর্ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে । মঙ্গলবার সন্ধ্যায় উত্তরাখণ্ডের পাউরি গাড়ওয়াল (Pauri Garwhal) জেলায় মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে । উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সংবাদ মাধ্যমকে বলেন,’খুবই দুঃখজনক ঘটনা। বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন । আমি স্থানীয় আধিকারিকদের সঙ্গে কথা বলেছি । আমি নিজেই সবার সঙ্গে যোগাযোগ করছি যাতে দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয় ।’
জানা গেছে,বরযাত্রী ভর্তি বাসটি হরিদ্বারের লালধাং থেকে কারা তল্লা যাচ্ছিল । বাসটি পাউরি গাড়ওয়াল জেলার রিখনিখাল-বিরোখাল (Birokhal) সড়ক ধরে যাওয়ার সময় সিমদি গ্রামের কাছে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট গভীর খাদে উলটে পড়ে । দূর্ঘটনার সময় ৪৫-৫০ জন যাত্রী ছিল বাসটিতে । খবর পেয়ে ছুটে যায় পুলিশ বাহিনী । মৃতদেহের সন্ধানে প্রশাসনের তল্লাশি অভিযানে হাত লাগায় গ্রামবাসীরাও। কিন্তু অন্ধকারের কারণে উদ্ধারকাজে চরম অসুবিধার সম্মুখিন হতে হয় ।
উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার বলেন, ‘গতরাতে পাউরি গাড়ওয়াল জেলার ধুমাকোটের (Dhumakot) বিরোখাল এলাকায় বাস দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। পুলিশ এবং এসডিআরএফ রাতারাতি ২১ জনকে উদ্ধার করেছে । আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।’।