এইদিন ওয়েবডেস্ক,স্টকহোম,০৪ অক্টোবর : এবছর পদার্থবিজ্ঞানে তিন বিজ্ঞানীকে পুরস্কার দেওয়া হয়েছে । অ্যালাইন আসপেক্ট(Alain Aspect),জন এফ ক্লসার(John F. Clauser) এবং অ্যান্টন জেলিঙ্গারকে (Anton Zeilinger) কোয়ান্টাম মেকানিক্সে অবদানের জন্য মঙ্গলবার ( ৪ অক্টোবর) তাঁদের হাতে নোবেল পুরস্কার তুলে দিয়েছে সুইডেনের স্টকহোমের রয়্যাল সুইডিস অ্যাকাডেমি । তিন বিজ্ঞানীকে এক কোটি সুইডিশ ক্রোনার করে আর্থিক পুরষ্কার দেওয়া হবে ।
গত বছর পদার্থ বিজ্ঞান বিভাগে তিন বিজ্ঞানীকে নোবেল পুরষ্কার দেওয়া হয়েছিল । তাঁরা হলেন সিউকুরো মানাবে( Syukuro Manabe),ক্লাউস হাসেলম্যান(Klaus Hasselmann)এবং জর্জিও প্যারিসি(Giorgio Parisi) । তাঁদের গবেষণা প্রকৃতির জটিল শক্তিগুলিকে ব্যাখ্যা করতে এবং ভবিষ্যদ্বাণী করতে সাহায্য করবে । যার ফলে জলবায়ু পরিবর্তন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া সহজ হবে ।
গত সোমবার(৩ অক্টোবর ২০২২) বিলুপ্ত হোমিনিনের জিন ও মানব বিবর্তনের যুগান্তকরী এক গবেষণার জন্য চলতি বছরের চিকিৎসাবিজ্ঞানের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে সুইডিশ জিনতাত্ত্বিক বিজ্ঞানী সোয়ান্তে প্যাবোকে (Svante Paabo)। চলতি বছর ১০ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে এই বছরের পুরস্কার কার্যক্রম শেষ হবে ।।