এইদিন ওয়েবডেস্ক,হুগলি,০৪ অক্টোবর : বেশ কিছুদিন আগে কালীঘাটে মা কালীর প্রতিমার সামনে হাউ হাউ করে কাঁদতে দেখা গিয়েছিল হুগলি জেলার শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জিকে । ফের একবার দেবীমূর্তির সামনে একই ভঙ্গিমায় কাঁদতে দেখা গেল তাঁকে । তবে এবারে নিজের নির্বাচন ক্ষেত্র শ্রীরামপুরের গান্ধী ময়দানে দুর্গাপূজো মণ্ডপে দেবী মূর্তির সামনে কেঁদে ভাঁসালেন তৃণমূল সাংসদ । ধুতি গেঞ্জি পরে দেবীমূর্তির সামনে হাত জোড় করে কাঁদতে কাঁদতে নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন । সাংসদের এই কান্নাকাটি দেখে কার্যত হতভম্ব হয়ে যান মণ্ডপে পূজো দিতে আসা পূণ্যার্থীরা । এদিকে অষ্টমীর সন্ধিপূজোর সময় ঢাক ও কাঁসরের তালে তালে দুলতে দুলতে দেবীর কাছে তৃণমূল সাংসদের এই ক্ষমা চাওয়ার ভঙ্গি আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে এলাকায় ।
তবে শুধু দেবী মূর্তির সামনে কান্নাই নয়,মাঝে মধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের অদ্ভুদ আচরণ করতে দেখা যায় । ইতিপূর্বে একটি অনুষ্ঠান মঞ্চে তাঁর গান গাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইর্যাল হয়েছিল ।।