এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,০৪ অক্টোবর : হিজাব আইন উপেক্ষা করায় ২২ বছরের মাহসা আমিনিকে পিটিয়ে মেরেছিল ইরানের ধর্মচরণ পুলিশ । তারপর থেকেই প্রতিবাদে উত্তাল ইরান । ইতিমধ্যে বহু বিক্ষোভকারীকে ইরানি পুলিশ গুলি করে মেরেছে । তাসত্ত্বেও বিক্ষোভে রাশ টানা সম্ভব হয়নি । বিক্ষোভে রাশ টানতে পুলিশ অমানবিক নির্যাতন শুরু করে দিয়েছে । শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর ইরানের এই প্রকার দমন পীড়নে উদ্বেগ প্রকাশ করেছেন বাইডেন ।
বাইডেন বলেছেন,’ইরান সরকার কয়েক দশক ধরে তার জনগণের মৌলিক স্বাধীনতা কেড়ে নিয়েছে । হুমকি, বলপ্রয়োগ ও হিংসার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষাকে দমন করেছে । ইরানী মহিলা এবং ইরানের সকল নাগরিকদের সাহসিকতা বিশ্বকে অনুপ্রাণিত করছে । আমেরিকা তাঁদের পাশে আছে ।’বাইডেন বলেন,’মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি নাগরিকদের ইন্টারনেট অ্যাক্সেস সহজ করে দিচ্ছে ।’ পাশাপাশি দেশের সুশীল সমাজকে দমন করতে সহিংসতা উসকে দেওয়ার জন্য ইরানের কর্মকর্তা ও ধর্ম পুলিশের মতো সংস্থাকেও দায়ী করছে তিনি । বাইডেন জানিয়ে দেন,ইরানি জনগণের স্বাধীনভাবে প্রতিবাদ করার অধিকারকে সমর্থন অব্যাহত রাখবে আমেরিকা ।
মাহসা আমিনিকে পিটিয়ে মারার ঘটনার পর এযাবৎ ৪১ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় টিভি । যদিও মানবাধিকার সংগঠনগুলো দাবি মৃতের সংখ্যা তার থেকে অনেক বেশি । পাশাপাশি দেড় হাজারের অধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে তারা ।।