এইদিন ওয়েবডেস্ক,ভদোদরা,০৩ অক্টোবর : পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের বিশেষজ্ঞ’ বলে কটাক্ষ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর । সোমবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গুজরাটের ভদোদরায় একটি বৈঠকে বলেছেন, পাকিস্তান একটি আন্তর্জাতিক সন্ত্রাস বিশেষজ্ঞ। আর কোনো দেশ নেই যারা প্রকাশ্যে সন্ত্রাসবাদকে এতটা খোলাখুলি সমর্থন করে । এদিকে ভারতের বিদেশমন্ত্রীর মুখ থেকে এই কথা শুনে তেলেবেগুনে জ্বলে উঠেছে পাকিস্তান । নিজেদের সন্ত্রাসবাদের শিকার হিসাবে দাবি করে তারা পালটা ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ তুলেছে ।
পাকিস্তানকে নিশানা করেন জয়শঙ্কর বলেন,’একদিকে বিশ্ব ভারতকে আইটি বিশেষজ্ঞ হিসাবে চেনে । অন্যদিকে পাকিস্তানও আন্তর্জাতিক সন্ত্রাসবাদে বিশেষজ্ঞ হয়ে উঠেছে।পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদকে সমর্থন করে অন্য কোনও দেশ সমর্থন করে না। সবাই জানে পাকিস্তান কিভাবে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে । ২৬/১১ হামলার মত আচরণ মেনে নেওয়া যায় না । কেউ আবার এই ধরনের ষড়যন্ত্র করলে তাকে পরিণতি ভোগ করতে প্রস্তুত থাকতে হবে ।’
তিনি আরও বলেন, ‘সবাই জানে যে পাকিস্তান প্রায়ই ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালায়। পাকিস্তানি সন্ত্রাসবাদীরা প্রায়ই জম্মু ও কাশ্মীরে নিরীহ মানুষকে হত্যা করেছে । সেটা উরি হামলা হোক বা পুলওয়ামায় সন্ত্রাসী হামলা । সন্ত্রাসবাদীদের দেশকে ভারতও কড়া জবাব দিয়েছে। উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক করা হয়, তারপর পুলওয়ামা হামলার পর বিমান হামলা চালানো হয় ।’
অন্যদিকে পাকিস্তানের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে,’সন্ত্রাসবাদ নিয়ে সর্বদা বিশ্বের দরবারে পাকিস্থানকে ছোট করে ভারতের নেতারা । এই ধরনের বক্তব্য সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন এবং আমরা এর নিন্দা জানাই ।’পাকিস্তান আরও দাবি করেছে যে ভারত তার মাটি থেকে সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ।।