এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৩ অক্টোবর : দেশে সন্ত্রাসবাদ ছড়ানোর ষড়যন্ত্রের অভিযোগে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) ও তার শাখা সংগঠনগুলির বিরুদ্ধে ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক । আর এর পরেই ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি (এনআইএ), এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) এবং বিভিন্ন রাজ্যের পুলিশ পিএফআই এবং এর সহযোগী সংস্থাগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে ।
দিল্লি পুলিশ জাতীয় রাজধানীতে নিষিদ্ধ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) এর সম্পত্তির বিরুদ্ধে অভিযান শুরু করে দিয়েছে । শাহীনবাগ থানায় পিএফআই-এর বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউপিএ)-এর ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি দিল্লির বিভিন্ন জায়গায় পিএফআই অফিসগুলি বাজেয়াপ্ত করতে শুরু করেছে পুলিশ । দিল্লির জায়েদ অ্যাপার্টমেন্টের (Jaid Apartment) গ্রাউন্ড ফ্লোর, জামিয়া নগরের আবু ফজল এনক্লেভের (Abu Fazal Enclave) হিলাল হাউসের(Hilal house)গ্রাউন্ড ফ্লোর, জামিয়ার(Jamia) তেহরি মঞ্জিলে (Tehri Manzil) পিএফআই-এর অফিস বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারা ৮ এর অধীনে বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর ।
দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপে সহায়তা করার অভিযোগে গত মাসের ২২ তারিখে এনআইএ ১৫ টি রাজ্যে পিএফআইয়ে ১০৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে । তার পাঁচ দিনের ব্যবধানে সাতটি রাজ্যে ১৭০ জনেরও বেশি মানুষকে পিএফআইয়ের সঙ্গে যোগ থাকায় আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।।