এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,০৩ অক্টোবর : উত্তর প্রদেশের ভাদোহির(Bhadohi) অরাই (Aurai) থানার নরথুয়া (Narthua) গ্রামে একটি দুর্গা পূজা প্যান্ডেলে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে তিন শিশুসহ ৫ জনের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে । গুরুতর দগ্ধ হয়েছে অন্তত ৬৪ জন । নিহতদের নাম দীপক (১২), রমাপতি (৪৫),নবীন ওরফে উজ্জ্বল (১০),আরতি চৌবে (৪৮) এবং হর্ষ বর্ধন (8)। দগ্ধদের মধ্যে ৪২ জনকে বিএইচইউ ট্রমা সেন্টার কবির চৌরা, স্বরূপানি হাসপাতাল প্রয়াগরাজ, আনন্দ হাসপাতাল গোপীগঞ্জ, কমিউনিটি হাসপাতাল, মহারাজা বলবন্ত সিং, জীবনদীপ এবং জেলা হাসপাতালে মহারাজা চেত সিং ভর্তি করা হয়েছে । দুর্ঘটনার তদন্তে এসআইটি গঠন করা হয়েছে । অগ্নি নিরাপত্তার নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,ঘটনাটি ঘটে রবিবার রাত্রি প্রায় ৯ টা নাগাদ । তখন প্যান্ডেলে ২০০ থেকে ২৫০ দর্শন্যার্থী ছিল প্যান্ডেলের মধ্যে । ঠিক সেই সময় শর্ট সার্কিট থেকে আগুন ধরে । নিমেষের মধ্যে আগুন গ্রাস করে গোটা প্যান্ডেল ।
জানা গেছে,প্যান্ডেলে ৩ টি ব্যারিকেড করা হয়েছিল । একটি প্রবেশের ,একটি প্রস্থানের এবং একটি ছিল দর্শনার্থীদের প্রতিমা দর্শনের জন্য । আগুন লাগতেই প্যান্ডেল থেকে বেড়িয়ে আসার জন্য হুড়োহুড়ি পড়ে যায় । কিন্তু বহু মানুষ প্যান্ডেল থেকে বের হতে পারেনি । ফলে তিন তিন শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয় । কমপক্ষে ৬৪ জন গুরুতর দগ্ধ হয়ে যায় । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্গতদের সম্ভাব্য সবরকম সাহায্য করার নির্দেশ দিয়েছেন প্রশাসনকে ।।