এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,০৩ নভেম্বর : ইউক্রেনের চার অঞ্চলকে নিজেদের বলে ঘোষণার এক দিনের মাথায় ফের এক গুরুত্বপূর্ণ এলাকাকে রাশিয়ার হাত থেকে ছিনিয়ে নিল ইউক্রেন সেনা । খবর পাওয়া গেছে, ইউক্রেনীয় সেনাদের তীব্র প্রতিরোধে পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের লাইম্যান শহর থেকে পিছু হটেছে রুশ বাহিনী । ইউক্রেন জানিয়েছে হাজার খানেক রুশ সৈন্যকে অবরুদ্ধ করে রাখা হয়েছে । শহরটি থেকে নিজ সেনাদের সরিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে রাশিয়া । এদিকে পরাজয় ও ক্ষয়ক্ষতি বাড়তে থাকায় ইউক্রেনের উপর পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছেন পুতিনের ঘনিষ্ঠ বন্ধু ও রাশিয়ার মুসলিমপ্রধান চেচনিয়া অঞ্চলের প্রধান রমজান কাদিরভ । তবে তাঁর পরামর্শ তুলনামূলক ভাবে কম ক্ষতিকারক পরমাণু অস্ত্র ব্যবহার করুক রুশ সেনা ।
দোনেৎস্কের শহরগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ লাইমেন শহর । এই শহরেই যুদ্ধের রসদ সরবরাহ ও পরিবহনের কেন্দ্র হিসেবে ব্যবহার করত রুশ বাহিনী। শহরটির নিয়ন্ত্রণ ইউক্রেনীয় সেনাদের হাতে চলে যাওয়া মস্কোর দোনবাসের পুরো শিল্পাঞ্চল দখলের পরিকল্পনায় বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে ওই এলাকাসহ দোনবাসের আরও বেশ কিছু এলাকা মুক্ত করার ঘোষণা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ।
এদিকে দীর্ঘ আট মাস ধরে চলা যুদ্ধে রুশ বাহিনীর হতাহতের সংখ্যা প্রকাশ করেছে ইউক্রেনের বাহিনী। রবিবার তারা দাবি করেছে, রাশিয়ার প্রায় ৬০ হাজার ১১০ সেনা নিহত হয়েছে । ট্যাঙ্ক ধ্বংস করেছে ২ হাজার ৩৭৭টি । এছাড়া মস্কো গত ২৪ ঘণ্টায় ৫০০ সৈন্য হারিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন । তবে তারা নিজেদের ক্ষয়ক্ষতির কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি ।।