এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৩ অক্টোবর : শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫-জি পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন । আর তার পরেই সবাইকে পেছনে ফেলে দিল্লি, মুম্বই, বারাণসী, ব্যাঙ্গালুরুসহ দেশের ৮টি শহরে ৫-জি পরিষেবা চালু করে দিয়েছে এয়ারটেল ৷ রিলায়েন্স জিও জানিয়েছে যে দীপাবলি থেকে দেশের কয়েকটি মেট্রোপলিটন শহরে তারা ৫-জি পরিষেবা শুরু করবে । শুধু তাইই নয়,২০২৩ সালের মধ্যে গোটা দেশ জুড়ে ৫-জি পরিষেবা চালু হয়ে যাবে বলে ঘোষণা করেছে রিলায়েন্স । দেশের তৃতীয় বেসরকারি টেলিকম সংস্থা ভোডাফোনও পিছিয়ে নেই । নির্দিষ্ট কোনো সময় উল্লেখ না করলেও তারাও দ্রুত ৫-জি পরিষেবা শুরু করার কথা জানিয়েছে ।
কিন্তু দেশের সব চেয়ে পুরনো এবং সর্ববৃহৎ টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) কি করবে তা নিয়ে প্রশ্ন উঠছিল । কারন চারিদিকে যখন ৪-জির রমরমা তখন ৩-জির যুগেই পড়ে আছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি । এর গ্রাহকের সংখ্যাও নিছক কম নয় । এদিকে সমস্ত বেসরকারি টেলিকম সংস্থাগুলি ৫-জি পরিষেবা শুরু করার বিষয়ে দিনক্ষণ ঘোষণা করলেও বিএসএনএল এতদিন মুখে কুলুপ এঁটে ছিল । ফলে গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল । এবার বিএসএনএলের গ্রাহকদের আশ্বস্ত করে কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বিএসএনএলও ৫-জি নেটওয়ার্ক চালু করার প্রস্তুতি নিচ্ছে ।
নয়াদিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC) ২০২২ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে অশ্বিনী বৈষ্ণব বলেন,’বিএসএনএল গ্রাহকদের ৫-জি পরিষেবার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না । আগামী বছর ১৫ অগাস্ট বিএসএনএল ভারতে তার ৫-জি পরিষেবা শুরু করবে ।’ পাশাপাশি তিনি বলেছেন,’আগামী ৬ মাসের মধ্যে ৫-জি নেটওয়ার্ক ২০০ টিরও বেশি শহরে পৌঁছে যাবে। আগামী দুই বছরে দেশের ৮০ থেকে ৯০ শতাংশ মানুষকে ফাইভজি সেবা দেওয়ার চেষ্টা চলছে ।’।