মার্কন্ডেয়পুরাণ অনুসারে দেবী চন্ডী শুম্ভ, নিশুম্ভ নামে দু দানব এবং চন্ড ও মুন্ডসহ আরও অনেককে বধ করেন। চন্ডরূপ ধারণ করে দেবশত্রুদের বধ করেন বলে তাঁর নাম হয় চন্ডী। চন্ডীই যখন ভক্তের দুর্গতি বিনাশ করেন তখন তাঁকে বলা হয় দুর্গা । দুর্গারূপে তিনি মহিষাসুরকে বধ করেন। ‘দূর্গা’- ঈশ্বরের গুণবাচক নাম । ‘দ’ অক্ষর দৈত্যনাশক, ‘উ’-কার বিঘ্ননাশক, ‘রেফ’ রোগনাশক, ‘গ’ অক্ষর পাপনাশক ও ‘অ’-কার ভয়-শত্রুনাশক। অর্থাৎ, দৈত্য, বিঘ্ন, রোগ,পাপ ও ভয়-শত্রুর হাত থেকে যিনি রক্ষা করেন, তিনিই দুর্গা । অন্যদিকে শব্দকল্পদ্রুম
অনুসারে,’দুর্গং নাশয়তি যা নিত্যং সা দুর্গা বা প্রকীর্তিতা” – অর্থাৎ, দুর্গ নামক অসুরকে যিনি বধ করেন তিনিই নিত্য দুর্গা নামে অভিহিতা। আবার শ্রীশ্রীচণ্ডী অনুসারে এই দেবীই ‘নিঃশেষদেবগণশক্তিসমূহমূর্ত্যাঃ’ বা সকল দেবতার সম্মিলিত শক্তির প্রতিমূর্তি । তাই দেবীকে তুষ্ঠ করতে মহাষ্টমীর দিন দেবীর ধ্যাণ করুন :-
★ ওঁ বন্ধুক-কুসুমাভাসাং পঞ্চমুণ্ডাধিবাসিনীম্
স্ফুরচ্চন্দ্রকলা-রত্ন-মুকুটাং মুণ্ডমালিনীম্ ।
ত্রিনেত্রাং রক্তবসনাং পীনােন্নতঘটস্তনীং
পুস্তকঞ্চাক্ষমালাঞ্চ বরঞ্চাভয়কং ক্ৰমাৎ ৷
দধতীং সংস্মরেন্নিত্যমুত্তরাম্নায়মানিতাম্ ।।
যিনি বন্ধুকপুষ্পবর্ণা ও শিববাপরি সংস্থিতা, উদীয়মান চন্দ্রকলা যাঁহার মুকুটরত্নরূপে বিরাজিত, যিনি নর-মুণ্ড-মালা-শােভিতা ও উন্নত-ঘটবৎ- স্তনযুগলসংযুক্তা, যিনি ত্রিনয়না ও রক্তবসনা, যিনি চারিহস্তে যথাক্রমে পুস্তক ও রুদ্রাক্ষমালা এবং বরমুদ্রা ও অভয়মুদ্রা ধারণ করেন সেই আগমশাস্ত্র
প্রতিপাদ্যা মহাদেবীকে নিত্য উত্তমরূপে ধ্যান করিবে।
★ কালীং রত্ন-নিবদ্ধ-নূপুর-লসৎ-পাদাম্ বুজামিষ্টদাং
কাঞ্চী-রত্নদুকূল-হারললিতাং নীলাং ত্রিনেত্রোজ্জ্বলাম্
শূলাদ্যস্ত্রসহস্ৰমণ্ডিত-ভুজামুক্ত-পীনস্তনীং
আবদ্ধামৃতরশ্মিরত্নমুকুটাং বন্দে মহেশপ্রিয়াম্ ৷৷
যাঁহার পাদপদ্মযুগল রত্নখচিত-নূপুর-শােভিত, যিনি মনােভীষ্টদায়িনী, যিনি মেখলা, রত্নময় বস্ত্র ও মণিহার পরিহিতা,যিনি নীলবর্ণা, ত্রিনয়নােজ্জ্বলা, সহস্রভুজে শূলাদি অস্ত্রধারিণী ও উর্ধ্বমুখ স্তনযুগলশােভিতা, এবং যিনি অমৃতবর্ষিণী রশ্মিযুক্তা
রত্নখচিত মুকুটধারিণী, সেই শিবপ্রিয়া কালীকে বন্দনা করি ।
★ যা চণ্ডী মধুকৈটভাদিদৈত্যদলনী যা মাহিষোন্মূলিনী যা ধূম্রেক্ষণচণ্ডমুণ্ডমথনী যা রক্তবীজাশনী। শক্তিঃ শুম্ভনিশুম্ভদৈত্যদলনী যা সিদ্ধিদাত্রী পরা সা দেবী নবকোটীমূর্তিসহিতা মাং পাতু বিশ্বেশ্বরী ।।
যে চণ্ডিকা মধুকৈটভাদি-দৈত্যনাশিনী,যিনি
মহিষাসুরমর্দিনী,যিনি ধূম্রলােচন-চণ্ডমুণ্ডাসুর- সংহারিণী, যিনি রক্তবীজ-ভক্ষয়িত্রী, যে মহাশক্তি শুম্ভনিশুম্ভাসুর- বিনাশিনী ও শ্রেষ্ঠা সিদ্ধিদাত্রী এবং নবকোটী-সহচরী-পরিবৃতা, সেই জগদীশ্বরী
দেবী আমাকে পালন করুন ।
★ মধ্যে সুধাবধিমণিমণ্ডপ-রত্ন-বেদী-
সিংহাসনােপরিগতাং পরিপীতবর্ণাম্ ।
পীতাম্ বরাং কনকভূষণমাল্যশােভাং
দেবীং ভজামি ধৃতমুদগরবৈরিজিহ্বম্ ।।
সুধাসমুদ্রের মধ্যে মণিমণ্ডপস্থ রত্নবেদীস্থিত সিংহাসনে সমাসীনা,উত্তমপীতবর্ণা, পীতবস্ত্রপরিহিতা, স্বর্ণালঙ্কার ও মাল্য-শােভিতা এবং হস্তে মুদগর ও শত্রুজিহ্বাধারিণী দেবীর ধ্যান করি ।