এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০২ অক্টোবর : গুজরাটের বিধানসভা নির্বাচন ঘিরি সব দলই প্রচারে ঝাঁপিয়ে পড়েছে । এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করে বসলেন তাঁর দল আম আদমি পার্টিই এবারে গুজরাটে সরকার গড়তে চলেছে । রবিবার তিনি বলেন,’আইবির রিপোর্ট অনুযায়ী গুজরাটে এই মুহূর্তে আপ (AAP) জয়ী হচ্ছে, জয়ের ব্যবধানটা একটু কম। গুজরাটের জনগণের কাছে আমার আবেদন,আম আদমি পার্টির ওপর আরেকটু জোর দিন, কংগ্রেসকে ভোট দিয়ে আপনার ভোট নষ্ট করবেন না । কারন রিপোর্ট অনুযায়ী এবারে কংগ্রেস ১০ টি আসন পেতে চলেছে । কিন্তু ফলাফল ঘোষণার পরেই তারা বিজেপিতে চলে যাবে । সেই কারনে আপনার ভোট ভাগ হতে দেবেন না । সবাই একজোট হয়ে ‘আপ’কেই ভোট দিন ।’
তবে অরবিন্দ কেজরিওয়াল গুজরাটে সরকার গড়ার দাবি করলেও সাধারণ মানুষের মধ্যে তাঁর সম্পর্কে ধারণা যে খুব একটা ইতিবাচক নয় তার প্রমান পাওয়া গেছে সাম্প্রতিক কালের কিছু ঘটনায় । সম্প্রতি তিনি ভোটের প্রচারে গুজরাট গেলে বিমানবন্দরে তাঁকে ঘিরে ‘মোদি মোদি’ শ্লোগান ওঠে । এরপর শনিবার রাতে গুজরাটের রাজকোটে (Rajkot) একটি অনুষ্ঠানে গেলে কেজরিওয়ালকে লক্ষ্য করে জলের বোতল ছুড়ে মারে কেউ । এই পরিস্থিতিতে আইবির ভূয়ো রিপোর্টের বাহানা দেখিয়ে অরবিন্দ কেজরিওয়াল গুজরাটের ভোটের বাজারে ফায়দা তোলার চেষ্টা করছে বলে মত একাংশের ।।