এইদিন ওয়েবডেস্ক,নাটোর,০২ অক্টোবর : মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরীকে ফুসলিয়ে নিয়ে পালানোর অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নাটোরের গুরুদাসপুরে । নিখোঁজ কিশোরীর মা এনিয়ে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর গ্রামের বাসিন্দা ফিরোজ আহমেদ ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন । অভিযুক্ত প্রধান শিক্ষক ও তার ভাইদের খুৃঁজছে পুলিশ ।
জানা গেছে,মেয়েটি শনিবার সকাল ১০টার দিকে ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে গিয়েছিল । কিন্তু দুপুর ২ টা পর্যন্ত সে বাড়ি না ফেরায় স্কুলে খোঁজ নিতে যান মেয়েটির বাবা। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ তাঁর মেয়েকে নিয়ে একটি মাইক্রোবাসে চাপিয়ে কোথাও পালিয়ে গেছে ।
জানা গেছে, পরে কিশোরীর বাবা জানতে পারেন তাঁর মেয়েকে নিয়ে রাজশাহীর ভদ্রা এলাকার একটি বাড়িতে গিয়ে উঠেছে ফিরোজ আহম্মেদ । তিনি সেখানে গিয়ে মেয়েকে উদ্ধার করতে গেলে শিক্ষক ও তার ভাইয়েরা মিলে মেয়েটির বাবাকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয় । এরপর তিনি স্থানীয় থানার দ্বারস্থ হন । কিন্তু পুলিশ আসার আগেই কিশোরীকে নিয়ে চম্পট দেয় ফিরোজ । এখন মেয়ের সন্ধানে রাজশাহীর রাস্তায় রাস্তায় হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কিশোরীর বাবা-মা ।।