এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০২ অক্টোবর : পাকিস্থানের ট্রেনের এসি ক্লাসে ‘সেক্স সার্ভিস পাওয়া যায়’ ! অন্তত কিছু যাত্রীর টিকিটে এমনই ছাপা হয়েছে । ওই সমস্ত কম্পিউটার প্রিন্ট টিকিটে যাত্রীর নামের ডান পাশে লেখা, ‘সেক্স সার্ভিস অ্যাভেলএবল ইন এসি ক্লাস অন’ । এদিকে টিকিট কাটার পর ট্রেনে এই প্রকার পরিষেবা দেখে হতবাক হয়ে যান যাত্রীরা । আসলে গত শুক্রবার পাকিস্থানের রেলের টিকিট সিস্টেম হ্যাকারদের দখলে চলে গিয়েছিল । আর ওই হ্যাকাররাই ওই কান্ডটি ঘটিয়েছিল বলে জানানো হয়েছে রেল দপ্তরের তরফে ৷
জানা গেছে,পাকিস্থানের রেলের টিকিট ব্যবস্থাটি ঠিকাদারের হাতে আছে । পরে ঠিকাদারের তরফ থেকে বিষয়টি ঠিকঠাক করে দেওয়া হয় । কিন্তু ইতিমধ্যে ‘সেক্স সার্ভিস’ লেখা প্রচুর টিকিট বিক্রি করে যায় । এমনকি ভাইরালও হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ।
এদিকে ক্ষিপ্ত যাত্রীরা এহেন পরিষেবা দেখার পর টিকিট বুকিং অফিসে তুমুল বিক্ষোভ দেখায় । পুরো বিষয়টি প্রকাশ্যে আসার পর থাল এক্সপ্রেসের আধিকারিকরা ডিএসপি রেলওয়ে রাওয়ালপিন্ডির কাছে একটি রিপোর্ট পেশ করে । তাতে বলা হয়, রেলের সফ্টওয়্যার হ্যাক করা হয়েছিল। থাল এক্সপ্রেসের কর্মকর্তারা ডিএসপিকে অজানা হ্যাকারদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এই হ্যাকিংয়ের কারণে কোম্পানির সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর ।।