প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০১ অক্টোবর :দুর্গাপুজোর উদ্বোধন উনুষ্ঠানে যোগ দিয়ে এই রাজ্যের শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে সরব হলেন।শনিবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ভান্ডাটিকুরির যুগল মিলন বারোয়ারির দুর্গাপুজোর উদ্ধোধন করেন মন্ত্রী সুভাষ সরকার ।এর পর পুজোর মধ্যেও চাকরি প্রার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়া নিয়ে সুভাষ বাবু বলেন, “তাদের চাকরি পেতেই হবে। মা দুর্গা শুভ শক্তির পালন করবেন, আর অশুভ শক্তির বিনাশ করবেন।যাঁরা যত দুষ্টুমি করেছে,তাঁরা এখন কারাগারে আছে।তাঁরা সত্যি কথাটা বলুক, যে তাঁরা কার নির্দেশে অত টাকা জড়ো করেছিল।আর ওই টাকার আরও কয়েকগুন টাকা কোথায় আছে, সেটা তাঁরা বলে দিলে তাতে পশ্চিমবাংলার মানুষেরও শান্তি,আর তার সঙ্গে সঙ্গে যারা গন্ডগোল করেছে তাঁরাও শান্তি পাবেন।সিবিআই আর তাঁদের কাছে ঢুকবে না ।’
চাকরি প্রার্থীদের আন্দোলনকে সমর্থন জানানোর পাশাপাশি এদিন ইউনেস্কোকেও ধন্যবাদ জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার । তিনি বলেন, বাংলার দুর্গাপুজোকে ’আবহমান ঐতিহ্যের স্বীকৃতি’ দিয়েছে ইউনেস্কো।এরজন্য তিনি ভারতের প্রধানমন্ত্রী এবং ইউনেস্কোকে ধন্যবাদ জানান। কিন্তু ইউনেস্কোর স্বীকৃতি প্রাপ্তির জন্য এই রাজ্যের সরকারের কোন প্রশংসা মন্ত্রীর মুখ থেকে শোনা যায় না ।।