জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর,০১ অক্টোবর : নিন্মচাপের টানা বৃষ্টিপাতের কারনে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল দূর্গাপূজো উদ্যোক্তাদের । কিন্তু বিগত ৪ দিন ধরে ঝলমলে আকাশ দেখে অনেকটাই শঙ্কামুক্ত হয়েছেন তাঁরা । শুক্রবার মহা পঞ্চমীর দিন সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে দেবীদুর্গার বোধনের মধ্যে পূজোর আনুষ্ঠানিক সূচনা হয়ে গেছে । শনিবার মহাষষ্ঠীর দিন জেলা জুড়ে ছিল উৎসবের আমেজ ।
দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেটের দুর্গা পুজোগুলির মধ্যে অন্যতম ভারত-বাংলাদেশ হিলি সীমান্তের শিখা ক্লাবের দূর্গাপূজো । এছাড়া জেলার সদর শহর বালুরঘাটে অভিযাত্রী, নেতাজী স্পোর্টিং, সংকেত ক্লাব এবারে বিগ বাজেটের পুজো করছে । এর বাইরে গঙ্গারামপুরের ইয়ুথ ক্লাব, নাট্য সংসদ ক্লাব, চিত্তরঞ্জন ও ফুটবল মাঠের থিমের পুজো এবারে দর্শনার্থীদের নজর যে কাড়বে বলে মনে করা হচ্ছে । এদিকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সতর্ক প্রশাসনও । পুজোর সময় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা জুড়ে জায়গায় জায়গায় প্রচুর পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষদের আশা মহাসপ্তমীর দিন থেকেই পুজো মন্ডপগুলিতে দর্শনার্থীদের ঢল নামবে ।।