দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০১ অক্টোবর : করোনা মহামারি কাটিয়ে উঠে ছন্দে ফিরেছে জীবন । কিন্তু বিগত এক বছরের অধিক সময় মহামারীর কারনে বিধিনিষেধের জেরে খেটে খাওয়া মানুষের কার্যত কোমড় ভেঙে দিয়েছে । বহু মানুষ কাজ হারিয়েছেন । সংসার চালানোটাই চ্যালেঞ্জ হয়ে গেছে তাঁদের কাছে । এখনো স্বাভাবিক ছন্দে ফেরেনি ওই সমস্ত মানুষদের জীবন । ফলে দুর্গোৎসবে কারোর জোটেনি নতুন পোশাক । পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার অগ্রদ্বীপ অঞ্চলের পলাশি গ্রামের এমন শতাধিক পরিবারের মহিলাদের হাতে নতুন কাপড় তুলে দিল কাটোয়ার বিজেপি নেতৃত্ব ৷ বিজেপির এই উদ্যোগে খুশি এলাকার মহিলারা ।
শুক্রবার মহা পঞ্চমীর দিন গ্রামে একটি শিবির করে শতাদিক দুঃস্থ মহিলার হাতে কাপড় তুলে দেওয়া হয় । শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার বিজেপি নেতা কৃষ্ণ ঘোষ,রানা প্রতাপ গোস্বামী, কাটোয়া-২ ব্লকের বিজেপি নেতা ইন্দ্রজিৎ মণ্ডল প্রমুখ । কৃষ ঘোষ বলেন,’এলাকার দরিদ্র পরিবারগুলির কঠিন আর্থিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন । তাঁদের ওই অবস্থার কথা চিন্তা করে দুর্গোৎসব উপলক্ষে আমরা ওই সমস্ত পরিবারের মহিলাদের হাতে একটি করে নতুন কাপড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম । তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনকে মাথায় রেখে শুভ মহাপঞ্চমীর দিন দলীয়ভাবে মহিলাদের হাতে নতুন কাপড় তুলে দেওয়া হল ।’।