এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,৩০ সেপ্টেম্বর : শুক্রবার কংগ্রেসের সভাপতি পদের মনোনয়ন জমা দেওয়ার সময় ইস্তেহার প্রকাশ করেছিলেন শশী থারুর । যাতে ভারতের মানচিত্র ছিল । আর ওই মানচিত্র ঘিরেই বিতর্কের সৃষ্টি হয়েছে । কারন মানচিত্রে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের কিছু অংশ বাদ দেওয়া হয়েছে । এই কারনে শশী থারুরের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি । বিজেপি থারুরকে কটাক্ষ করে বলেছে, গান্ধী পরিবারের প্রতি আনুগত্য দেখাতেই তিনি এই কাজ করেছেন ।
একটি টুইটে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেছেন,’থারুর তাঁর ইস্তেহারে ভারতের একটি বিকৃত মানচিত্র প্রকাশ করেছেন । যখন রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রায় আছেন, তখন কংগ্রেসে সভাপতি পদপ্রার্থী ভারতকে টুকরো টুকরো করতে আগ্রহী । তিনি হয়তো মনে করেছেন এটি করে তাঁকে গান্ধীদের অনুগ্রহ পেতে সাহায্য করতে পারে ।’পাশাপাশি বিজেপির জাতীয় মুখপাত্র আরপি সিং বলেছেন, ‘এটি ভুল বশত হয়নি । জম্মু ও কাশ্মীর সম্পর্কে কংগ্রেসের নীতি নির্ধারণ করেছে ওই মানচিত্রটি ।’
উল্লেখ্য,কিছু দিন ধরে কংগ্রেসের সভাপতি নির্বাচনের তোড়জোড় দেখা যাচ্ছে । অনেক কংগ্রেস নেতাই সভাপতি হতে ইচ্ছুক । তবে থারুর এবং মল্লিকার্জুন খাড়গেকে কংগ্রেসের সভাপতি পদে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে করা হচ্ছে । উভয় নেতাই এদিন তাদের মনোনয়ন জমা দিয়েছেন । তবে অভিজ্ঞ খাড়গের দিকেই পাল্লা ভারি বলে মনে করা হচ্ছে ।।