এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ সেপ্টেম্বর : ইডির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের আদালত অবমাননার মামলা মামলা খারিজ হয়ে গেল । শুক্রবার হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ওই মামলা খারিজ করে সাফ জানিয়ে দেন, ইডি এবং অভিবাসন দফতর এমন কোনো কাজ করেনি যাতে আদালত অবমাননা হয় ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের অভিযোগ ছিল,১০ সেপ্টেম্বর তিনি যখন ব্যাঙ্ককের উদ্দেশ্যে রওনা হন তখন রাত্রি ৮ টা নাগাদ দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আটকে দিয়েছিল অভিবাসন দফতরের আধিকারিকরা । রাত ৯টা ১০ মিনিটে ইন্ডিগোর বিমান ধরার কথা ছিল তাঁর । ইডি ‘লুক আউট’ নোটিস জারি করেছে এই যুক্তিতে তাঁকে বিমানবন্দরে অভিবাসন দফতরের একটি ঘরে প্রায় আড়াই ঘণ্টা আটকে রাখা হয় । তাঁকে তলবের নোটিসও দেওয়া হয় । তাঁর অভিযোগ,আদালতের রক্ষাকবচ থাকা সত্ত্বেও তাঁকে বিমানবন্দরে আটকানো হয়েছিল ।
উল্লেখ্য,ওই ঘটনার পর কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১২ সেপ্টেম্বর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির সদর দফতরে হাজিরা দেন মেনকা। প্রায় সাত ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডির আধিকারিকরা । এরপর ইডি এবং অভিবাসন দফতরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে ওই দিনেই হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন তিনি । যদিও সেই মামলা এদিন খারিজ করে দেন বিচারক । পাশাপাশি বিচারকের নির্দেশ মামলা চলাকালীন চিকিত্সার জন্য বিদেশ যেতে হলে নতুন করে তাঁকে মামলা দায়ের করতে হবে ।।