এইদিন ওয়েবডেস্ক,মস্কো,২৯ সেপ্টেম্বর : ইউক্রেনের ৪ প্রদেশ ডোনেটস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়াকে আগামী ৩০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করবে রাশিয়া । বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন,’ভ্লাদিমির পুতিন এবং এই অঞ্চলগুলির প্রধানদের উপস্থিতিতে ৩০ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠানিকভাবে অঞ্চলগুলির সংযুক্তি ঘোষণা করা হবে ।’ এদিকে রাশিয়ার এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে ইউক্রেন ও তার সহযোগী রাষ্ট্রগুলি । পশ্চিমি দেশগুলি রাশিয়ার এক পদক্ষেপকে বেআইনি বলে অভিহিত করে হুঁশিয়ারি দিয়েছে যে তারা রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা জারি করবে ।
প্রসঙ্গত,ডোনেটস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া এই চার প্রদেশ ইউক্রেনের ভূখণ্ডের প্রায় ১৫ শতাংশ জুড়ে রয়েছে । রাশিয়ায় অন্তর্ভূক্তি নিয়ে চার প্রদেশের মানুষের মতামত জানতে গনভোট করেছিলেন ভ্লাদিমির পুতিন । ভোটে সিংহভাগ মানুষ সংযুক্তির পক্ষেই রায় দিয়েছিল বলে জানিয়েছে রাশিয়া । তবে হোয়াইট হাউসের মুখপাত্র রাশিয়ার এই গণভোটকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে অভিহিত করেছেন । সেই সঙ্গে জার্মানির প্রধানমন্ত্রী ওলাফ শুল্টজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আশ্বস্ত করে জানিয়েছেন,তাঁরা এই গণভোটের ফলাফল কখনোই মেনে নেবেন না ।।