এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ সেপ্টেম্বর : শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে নতুন নতুন তথ্য সামনে আসছে । এই মামলায় ইডি ১৪,৬৪২ পৃষ্ঠার নথি আদালতে জমা দিয়েছে আদালতে । আর তাতে রয়েছে পার্থ-অর্পিতা সম্পর্কে বহু অজানা কাহিনী । ইডি তার চার্জশিটে দাবি করেছে, অর্পিতা ও পার্থ দুজনেই থাইল্যান্ডের ফুকেটে গিয়েছিলেন । পার্থর সন্তানের মা হতে চেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। কিন্তু কলকাতায় থেকে তা সম্ভব ছিল না । তাই দু’জনেই বহু দেশ ভ্রমণ করেছেন । পার্থ থাইল্যান্ডে একটি বাংলোও কিনেছেন । ওই বাংলোর অর্ধেক শেয়ার ছিল অর্পিতার নামে । সেই বাংলোয় ২০১৪-১৫ সালে দুজনে ছুটি উপভোগ করেছিলেন । অর্পিতার কেনাকাটার বিলও পার্থ দিতেন । ইডি জানিয়েছে, থাইল্যান্ডের সম্পত্তিগুলি এপিএ ইউটিলিটি সার্ভিসেসের নামে কেনা হয়েছিল। পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখার্জি এপিএ ইউটিলিটি সার্ভিস ফার্মের অংশীদার ছিলেন । এমনকি শিক্ষামন্ত্রী থাকাকালীন অর্পিতার বোনকে সরকারি চাকরিও দিয়েছিলেন পার্থ ।
এসএসসি কেলেঙ্কারি মামলায় চলতি বছরের ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল ইডি । বর্তমানে তিনি জেলে রয়েছেন । বুধবার দায়রা আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি হয় । তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পার্থকে জামিন দেওয়ার বিরোধিতা করে । শেষ পর্যন্ত জামিনের আবেদন খারিজ করে দিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে ৩১ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।।