এইদিন ওয়েবডেস্ক,আহমেদাবাদ,২৮ সেপ্টেম্বর : পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এক চরকে গ্রেফতার করল গুজরাটের আহমেদাবাদ পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম আবদুল ওয়াহাব পাঠান । তার বাড়ি আমেদাবাদের কালুপুরে । সে ভারতীয় সেনা সম্পর্কীয় তথ্য হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আইএসআইকে সরবরাহ করত বলে জানতে পেরেছে পুলিশ ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, স্থানীয় এলাকার বাসিন্দা আবদুল রাজাক নামে এক ব্যক্তির কাছ থেকে সিম কার্ড সংগ্রহ করত আবদুল ওয়াহাব পাঠান । সেই সিমগুলি সে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনে গোয়েন্দা কর্মকর্তা শাফকাত জাতোইকে হস্তান্তর করে দিত । তারপর সেই সিম চলে যেত পাকিস্থানে আইএসআই-এর কাছে । আইএসআইয়ের মহিলা কর্মীরা ওই সিম থেকে ভারতীয় সেনা কর্মীদের ফোন করে তাদের বিবরণ শেয়ার করতে বলত । শুধু তাইই নয়,ভারতের সেনা সম্পর্কীয় সংবেদনশীল তথ্য সংগ্রহ করার জন্য কেন্দ্রীয় সৈনিক বোর্ড এবং প্রাক্তন সেনা কল্যাণ দপ্তরের কিছু জাল ওয়েবসাইটও তৈরি করেছিল আইএসআই । এই চক্রে আর কারা যুক্ত তা জানতে ধৃত আবদুল ওয়াহাব পাঠানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।।