এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ সেপ্টেম্বর : ওদের দিন আনা দিন খাওয়া পরিবার । দু’বেলা দু’মুঠো অন্নের জোগাড় করাই কার্যত চ্যালেঞ্জ ওদের কাছে । ওই সমস্ত হতদরিদ্র পরিবারগুলির কাছে উৎসব মূল্যহীন । নতুন পোশাক তো দূরের কথা, জোটে না ঠিকমত পুষ্টিকর খাবার । দুর্গোৎসবের মরশুমের মাঝেও হতদরিদ্র মানুষগুলোর করুন মুখগুলো দেখে আর থাকতে পারেননি জনৈক মুসলিম যুবক । নিজ উদ্যোগে বন্ধুবান্ধবের কাছে টাকা সংগ্রহ করে বেশ কিছু অসহায় মহিলা ও শিশুর হাতে নতুন পোশাক তুলে দিলেন পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মুরাতিপুরের বাসিন্দা শেখ আমির নামে ওই যুবক । সঙ্গে দিলেন মহাষ্টমীর দিন লুচি খাওয়ার জন্য অল্প ময়দা আর ভোজ্য তেল । মঙ্গলবার নতুন পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণের সময় আমিরের সঙ্গে ছিল তাঁর মেয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছোট্ট তানিশা পারভিন ।
মুরাতিপুরের বাসিন্দা শেখ আমির ক্ষুদ্র ব্যবসায়ী । মুরাতিপুর বাসস্ট্যান্ড এলাকায় রয়েছে তাঁর মোবাইল সামগ্রীর দোকান । পরোপকারী ও পশুপাখি প্রেমী হিসাবে তাঁর যথেষ্ট সুখ্যাতি আছে এলাকায় । নিজ খরচে রোগগ্রস্থ বা দূর্ঘটনাগ্রস্থ পশুপাখির চিকিৎসা করতে দেখা গেছে বহু বার । সীমিত সামর্থের মধ্যেও মধ্যেও দুঃস্থ মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমির ।
জানা গেছে,মুরাতিপুরের নতুনপাড়া, দাসপাড়া, মাঝি পাড়াসহ কয়েকটি পাড়ায় মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস । পরিবারগুলির মূল পেশা জনমজুরি । মাটির কুঁড়ে ঘরে অতিকষ্টে বসবাস । শেখ আমির বলেন,’অভাবের কারনে দুর্গোৎসবের সময় ওদের কারোর নতুন পোশাক জোটে না । মানুষগুলোকে দেখে খুব কষ্ট হয় । দূর্গাপূজোকে কেন্দ্র করে চারিদিকে যখন উৎসবের আবহ তখন ওই মানুষগুলোকে অসহায় অবস্থায় দেখে আর থাকতে পারিনি । নিজের তো আর সামর্থ্য নেই । ওই সমস্ত মানুষগুলো অন্তত এবারের পূজোয় যাতে নতুন পোশাক পরতে পারে তাই কিছু বন্ধুর কাছে সাহায্যের জন্য আবেদন করেছিলাম । তারা এক কথায় রাজি হয়ে যায় ।’
জানা গেছে,আমিরের বন্ধু রহুল শেখ,ইনসান শেখ,
আজাহার মন্ডল,আত্মীয় মহম্মদ আনারুল ইসলাম, মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকাররা নিজেদের পকেট থেকে কিছু কিছু করে টাকা তুলে দিয়েছিলেন আমিরের হাতে । ওই টাকায় মহিলাদের জন্য নতুন কাপড়,ছোটো ছোটো ছেলেমেয়েদের জন্য জামা প্যান্টের পাশাপাশি ময়দা ও ভোজ্য তেল কেনেন আমির । এদিন মেয়ে তানিশাকে সঙ্গে নিয়ে বেড়িয়ে পরেন গ্রামে । তারপর ৫০-৬০ টি বাড়ি ঘুরে ঘুরে পরিবারগুলির হাতে তুলে দিয়ে আসেন নতুন পোশাক ও খাদ্য সামগ্রী । ওই মুসলিম যুবকের এই প্রকার মানবিকতায় আপ্লুত পরিবারগুলি । তাঁরা সকলেই শেখ আমিরকে কৃতজ্ঞতা জানিয়েছেন । আমির বলেন,’সমাজে তো বহু বিত্তবান আছেন । তারা সকলে মিলে যদি একটু একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তাহলে ওই অসহায় পরিবারগুলির জীবন সংগ্রাম কিছুটা হলে সহজ হত ।’।