এইদিন ওয়েবডেস্ক,টোকিও,২৭ সেপ্টেম্বর : গুপ্তচরবৃত্তির অভিযোগে সোমবার একজন জাপানি কূটনীতিককে গ্রেপ্তারে করে জিজ্ঞাসাবাদ করেছিল রাশিয়া । গ্রেপ্তারের কারন হিসাবে মস্কো জানিয়েছিল, ওই কূটনীতিক অর্থের বিনিময়ে গোপন তথ্য সংগ্রহ করছিলেন । মঙ্গলবার জাপানের বিদেশ মন্ত্রণালয় টোকিওতে রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল গালুজিনকে তলব করে গ্রেফতারির প্রতিবাদ জানিয়েছে ।
জাপানের কিয়োডো বার্তা সংস্থা সুত্রে খবর, রাশিয়ার রাষ্ট্রদূতকে ঢেকে জাপানের বিদেশমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি বলেছেন,তাঁদের কনসাল কোনো অপরাধ করেননি । এই গ্রেফতারি কখনই গ্রহনযোগ্য নয় । মস্কোর উচিত এই ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া এবং এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করা । জাপানের মতে, একজন কনসালকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা কনস্যুলার সম্পর্কের ভিয়েনা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন । যদিও বুধবার ওই জাপানি কূটনীতিকের মস্কো ত্যাগ করার কথা রয়েছে বলে জানা গেছে ।।