এইদিন ওয়েবডেস্ক,২৭ সেপ্টেম্বর : ‘বিক্ষোভ দমন’- এর নামে সাধারণ মানুষের উপর অমানবিক অত্যাচার চালানোর জন্য ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দিল জার্মানি । সোমবার এক সাক্ষাৎকারে জার্মান বিদেশমন্ত্রী অ্যানালেনা বারবক বলেন, ‘বিক্ষোভ দমনের নামে ‘মারাত্মক সহিংসতা’ অবলম্বন করছে ইরান । এটা করা তাদের উচিত হচ্ছে না ।’ তিনি আরও বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের নীতি অনুসারে এই সমস্যাটি তদন্ত করা হবে এবং এই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রয়োগ করা উচিত ।’
উল্লেখ্য,বোরখা নীতি অনুসরণ না করায় মাহসা আমিনি নামে এক তরুনীকে হেফাজতে নিয়ে পিটিয়ে মেরেছিল ইরানের পুলিশ । তারপর থেকে দেশের বিভিন্ন জায়গায় পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে লক্ষ লক্ষ মহিলা । প্রায় অর্ধশত বিক্ষোভকারীকে গুলি করে মেরেছে ইরানের পুলিশ । এই বিক্ষোভের রেশ এসে পৌঁছেছে ইউরোপের বেশ কয়েকটি দেশেও । এমন পরিস্থিতিতে ইরানের উপর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানালো জার্মানি । তবে শুধু জার্মানিই নয়, এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও মেহসা আমিনির মৃত্যুর পর ইরানের সরকারী প্রতিষ্ঠানের সাথে যুক্ত কয়েক ডজন প্রতিষ্ঠান এবং মানুষের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা করেছে ।।