এইদিন ওয়েবডেস্ক,মস্কো,২৬ সেপ্টেম্বর : রাশিয়ার স্কুলে বন্দুকধারীর হামলায় ৭ শিশুসহ ১৩ জন নিহত হয়েছে । আহত হয়েছে ২১ জন । সোমবার মস্কো থেকে প্রায় ৯৬০ কিলোমিটার পূর্বে উডমুর্তিয়া অঞ্চলের ইজেভস্কের শহরের ৮৮ স্কুলে এই হামলার ঘটনাটি ঘটেছে । উদমুর্তিয়ার গভর্নর আলেকজান্ডার ব্রেচালভ একটি ভিডিও বিবৃতিতে জানিয়েছেন, হামলাকারী নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে । হামলাকারীর নাম আর্টেম কাজানসেভ(Artem Kazantsev) বলে জানতে পেরেছে পুলিশ । সে দুটি পিস্তল এবং প্রচুর পরিমাণে গোলাবারুদ নিয়ে সজ্জিত ছিল বলে জানিয়েছে তাস নিউজ এজেন্সি ।
তদন্তকারীরা একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে একটি শ্রেণীকক্ষের রক্তাক্ত মেঝেতে উল্টে যাওয়া আসবাবপত্র ও কাগজপত্র পড়ে আছে । হামলাকারী যুবক কালো পোশাক পরেছিল । তার টিশার্টে আঁকা একটি বৃত্তে নাৎসি বাহিনীর লাল স্বস্তিকা চিহ্ন দেখা গেছে । ওই যুবক নিও-ফ্যাসিস্ট দৃষ্টিভঙ্গি এবং নাৎসি মতাদর্শে বিশ্বাসী ছিল কিনা খতিয়ে দেখছে রুশিয়ান পুলিশ । বর্তমানে তদন্তকারীরা হামলাকারীর বাসভবনে তল্লাশি চালাচ্ছে পাশাপাশি আশপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করছে ।
জানা গেছে,স্কুলটি প্রথম থেকে ১১ গ্রেডের । এদিন বন্দুকধারী ওই যুবক স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে । গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ শিশুসহ ১৩ জনের । নিহতদের মধ্যে বাকি ৬ জন হলেন স্কুলের শিক্ষক ও নিরাপত্তারক্ষী । গুরুতর আহত হয় ২১ জন । তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই বন্দুক হামলাকে “সন্ত্রাসবাদী কাজ” বলে অবিহিত করেছেন । তিনি জানিয়েছেন,রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সমস্ত নির্দেশ দিয়েছেন । পেসকভ সাংবাদিকদের বলেন,’প্রেসিডেন্ট পুতিন স্কুলে নিহত শিশুসহ বাকিদের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন । পাশাপাশি তিনি এই হামলাকে নব্য ফ্যাসিবাদী সংগঠন বা গোষ্ঠীর দ্বারা সন্ত্রাসবাদী হামলা হিসাবে বর্ণনা করেছেন ।’।