এইদিন ওয়েবডেস্ক, পাঞ্জশির (আফগানিস্তান), ২৬ সেপ্টেম্বর : আফগানিস্থানে ক্ষমতায় আসার পর ধর্মের দোহাই দিয়ে সব বয়সী মেয়েদের হিজাব পরা বাধ্যতামূলক ঘোষণা করেছে তালিবান । মেয়েদের ষষ্ঠ শ্রেণীর উর্ধে লেখাপড়া করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে । তবে শুধু মেয়েরাই নয়, পুরুষদের পোশাক নিয়েও অঘোষিত ফতোয়া জারি করে রেখেছে তালিবান । আর এই ফতোয়ার জেরে তালিবানি জঙ্গিদের হাতে বেদম মার খেলেন দুই বৃদ্ধ । আফগানিস্তানের পাঞ্জশির (Panjshir) প্রদেশের অন্তর্গত খারো গ্রামের গ্রামের বাসিন্দা ফজল মানুল্লা ( Fazl Manullah ) এবং মোহাম্মদ আল-রহমান (Mohammad al-Rahman) নামে দুই বৃদ্ধকে চাবুক দিয়ে বেদম পেটায় তালিবানের সন্ত্রাসবাদীরা । জানা গেছে, ওই দুই বৃদ্ধ পাকোল(pakol) নামে এক প্রকার নরম, চ্যাপ্টানো,গোলাকার পশমী টুপি পরে রাস্তায় ঘোরাঘুরি করছিলেন । তাঁরা জানতেনই না যে পুরুষদের টুপি পরার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে । আর টুপি পরার অপরাধে প্রথমে তাদের গ্রেফতার করা হয় । তারপর লক আপে ঢুকিয়ে অমানবিক নির্যাতন করা হয় দুই বৃদ্ধকে । স্থানীয়রা জানিয়েছেন, ওই দুই ব্যক্তির খারো অঞ্চলে যথেষ্ট সুখ্যাতি আছে । পরোপকারী বলে যথেষ্ট সুখ্যাতি আছে তাঁদের । কোনো প্রকার দল বা সংগঠনের সাথে তাঁদের কোনো যোগ নেই । দুই বৃদ্ধের উপর এভাবে পাশবিক নির্যাতন চালানোয় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় ।
এর আগে পাঞ্জশিরে কয়েক ডজন গ্রামিবাসীকে গ্রেপ্তার করে নির্যাতন চালিয়েছিল তালিবান । এমনকি গুলি করে হত্যাও করা হয়েছে বেশ কয়েকজনকে । পাঞ্জশিরে গত দুই সপ্তাহের সংঘর্ষের সময় অন্তত ১৬ জন সাধারণ মানুষকে তালিবান খুন করেছে বলে জানা গেছে ।।